ভোলায় ছাত্রদল নেতার মৃত্যুতে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত।
ভোলা জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত ভোলা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুল ইসলাম রাকিব গত ১৬ নভেম্বর (শনিবার) মোটরসাইকেল যোগে ভোলা চরফ্যাশন সড়কে যাচ্ছিছিল। তবে বোরহানউদ্দিন বোরহানগঞ্জ এলাকায় পৌঁছলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস এসে ধাক্কা দেয় এতে গুরুত্বর আহত হন রাকিব। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ভোলা সদর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ইমার্জেন্সি ঢাকায় রেফার করেন। পড়ে ১৯ নভেম্বর (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রনেতা রাকিব মৃত্যু বরণ করেন।
নিহত রাকিব ভোলা ওয়েস্টার্ন পাড়ার বাসিন্দা রফিজুল ইসলামের ছোট ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাকিব সবার কনিষ্ঠ। রাকিবের দেড় বছর বয়সী একটি কন্যা সন্তানও রয়েছে প্রয়াত এই ছাত্রনেতার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন ছিলেন। অবশেষে ২০শে নভেম্বর (বুধবার) দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান জনপ্রিয় এ ছাত্রনেতা। রাকিবের মৃত্যুর খবরে পরিবার, তার রাজনীতিক সহযোদ্ধা ও বন্ধুবান্ধব এবং ভোলায় নেমে আসে শোকের ছায়া।
অদ্য ২৪ নভেম্বর (রবিবার) মাগরিব বাঁধ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে নিহত আশিকুল ইসলাম রাকিবের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভা অনুষ্ঠানে বক্তব্যরা ছাত্রদলের সকল নেতাকর্মী তারা বলেন, রাকিব দীর্ঘদিন ধরে ভোলা সদর পৌর ছাত্রদলের নেতৃত্বে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলো। তার সাহসী নেতৃত্ব ও কর্মদক্ষতা দলীয় নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ছিল বেস। তার এ অকাল মৃত্যুতে ভোলা জেলা ছাত্রদল গভীরভাবে শোকাহত।
উক্ত স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ ও ভোলা জেলা বিএনপি পরিবারের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমূখ।
bdnewseu/24November/ZI/bola