ভিয়েনা সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট পার্লামেন্টের প্রথম অধিবেশনে যোগ দিলেন নব নির্বাচিত কমিশনার মাহমুদুর
আজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস । আর এই দিবসেই ভিয়েনা সিটি কর্পোরেশনের ২৩ নং ডিসট্রিক্ট পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হল । বাংলাদেশী বংশোদ্ভূত মাহমুদুর রহমান নয়ন শপথ নেয়ার সময়ই অস্ট্রিয়ান পিপলস পার্টি (ÖVP) এর পক্ষ থেকে পার্টীর স্পিকার মনোনীত হয়েছিলেন ।
অধিবেশনে যোগ দিয়েই মাহমুদুর রহমান নয়ন বাংলাদেশের বিজয় দিবসের লাল গোলাপ শুভেচ্ছা জানান উপস্থিত সদস্যদের । মুহুর মুহুর করতালির মাধ্যমে নয়নকে সবাই স্বাগতম জানান । উপস্থিত সদস্যদের উদ্দেশে মাহমুদুর রহমান নয়ন বলেন, ৩ মিলিয়ন শহীদ এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি । এর এই দেশটির নামই বাংলাদেশ । এই মহান সংসদে দাড়িয়ে আপনাদের বলতে চাই, একজন বাংলাদেশী বংশোদ্ভূত হিসেবে আমি গর্বিত ।
তিনি আরও বলেন, যারা আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছেন তাদের সকলকে বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি । তিনি সংসদের সবাইকে সহযোগিতার জন্য আহ্বান জানিয়ে তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন ।
বিডিনিউজ ইউরোপ /১৬ ডিসেম্বর / জই