• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার

Tanzil Hossain, Bola
আপডেট : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

ভোলায় যৌথ-বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধান’সহ ৪ জন গ্রেফতার।ভোলায় যৌথবাহিনীর নিয় মিত অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ভোলায় দুর্ধর্ষ বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে। গত ৩ নভেম্বর (রবিবার) দিবাগত রাত ২টা ৩০মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত ভোলা সদর উপজে লার বাপ্তা ইউনিয়নে বাংলাদেশ কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ, ৩টি দেশীয় ছুরিসহ ১টি চাপাতি উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড দক্ষিণ জোন ভোলা বেইস এর অপারেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার রিফাত আহমেদ অদ্য ৪ নভেম্বর (সোমবার) সকালে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষাসহ উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোষ্টগার্ড।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে। কোষ্টগার্ড ও পুলিশের একটি টিম, এ সময় ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধান বেলায়েতসহ ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বোলায়েত হোসেন (৬১), শেখ ফরিদ (৩৭), মোঃ কামাল (৫২) ও মোঃ আল-আমিন (২১)।

তিনি আরো জানান, আটককৃত সন্ত্রাসীগণ দীর্ঘদিন বেলায়েত হোসেনের নেতৃত্বে ভোলার বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল। এ ছাড়াও আটককৃত বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

আটককৃত সন্ত্রাসী এবং জব্দকৃত অস্ত্র, কার্তুজ ও সকল আলামত’সহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
bdnewseu/5November/ZI/bola


আরো বিভন্ন ধরণের নিউজ