• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক ভারতকে ‘শত্রুর’ তালিকায় যুক্ত করল কানাডা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

গ্রিস সামরিক কুচকাওয়াজের মাধ্যমে “ওকি” দিবস উদযাপন করেছে

খন্দকার মেভিস প্রমা, অনলাইন ডেস্ক রিপোর্ট , গ্রিস
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

গ্রিস সামরিক কুচকাওয়াজের মাধ্যমে “ওকি” দিবস উদযাপন করেছে।প্রাচীন রাজধানী ও প্রধান বন্দর নগরী থেসালোনিকিতে একটি বড় সামরিক কুচকা ওয়াজ সহ গ্রিসের সকল শহর ও দ্বীপ সমূহে বিশেষ করে এথেন্স ও অন্যান্য শহরে ছাত্রদের কুচকাওয়াজ সহ গ্রিকরা ওকি দিবস বা নো ডে উদযাপন করেছেন।

১৯৪০ সালে ২৮ অক্টোবর বিকেল ৩:০০ ঘটিার দিকে তৎকালীন গ্রিসে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত গ্রাজি কিফিসিয়াতে তার বাড়িতে গ্রিক পররাষ্ট্রমন্ত্রী ইয়ানিস মেটাক্সাস কে একটি আল্টিমেটাম দিয়ে বলেছিলেন যে গ্রিসের সার্বভৌমত্বের উপরে ইতালীয় প্রশাসকের যথেষ্ট সম্মান ও শ্রদ্ধাবোধ রয়েছে সে কারণে গ্রিসের কিছু অঞ্চল ইতালীয় শাসক দখল করার প্রস্তাব করলে তখন গ্রিক গভমেন্ট এটাকে না করে দিয়েছিলেন সেই কারণে গ্রিক জাতিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করার প্রয়োজন পড়েছিল। তখন থেকে ২৮ অক্টোবর কে ইতালীয় শাসক মুসোলিনির প্রস্তাবের বিরুদ্ধে না শব্দটি বলেছিলেন। সেজন্য প্রতিবছর গ্রিক সরকার ও সমগ্র দেশে স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে গ্রিসের সার্বভৌমত্ব রক্ষার গৌরব উজ্জ্বল শব্দটিকে যথেষ্ট সম্মানের সহিত উদযাপন করে থাকেন না দিবস হিসেবে তাই গ্রিসের গতকাল ২৮ অক্টোবর না দিবস উদযাপন করেছেন।

প্যারেড হল গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহরে থেসালোনিকির ট্রিপল উদযাপনের সাথে সেন্ট ডিমিট্রিয়াস, শহরের পৃষ্ঠ পোষক সন্ত, শহরের মুক্তি এবং ২৮ অক্টোবরের জাতীয় ছুটির উৎসবের মাধ্যমে এই দিবসের ঘটনাগুলির সমাপ্তি ঘোষণা করেন।

সামরিক কুচকাওয়াজের সমস্ত মূলধারার মিডিয়া, আন্তর্জাতিক ও ইউরোপীয় ইউনিয়নের সকল মিডিয়ার সামনে এই মহান না দিবস পালিত হয়েছে।

পক্ষান্তরে স্বৈরশাসক Ioannis মেটাক্সাস যিনি দৃশ্যত অপশক্তির কাছে আত্মসমর্পণের চেয়ে গ্রিসের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রয়োজনে ইতালীয় আল্টিমেটাম – না – OXI – বলেছিলেন।সেটিই প্রতি বছর পালিত হচ্ছে।

bdnewseu/29october/ZI/Athens


আরো বিভন্ন ধরণের নিউজ