• বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু ভোলায় যৌথ বাহিনীর অভিযানে বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সহযোগী গ্রেফতার ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যনির্বাহী পর্ষদ গঠিত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৭ বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে তুরস্ক ভারতকে ‘শত্রুর’ তালিকায় যুক্ত করল কানাডা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ফ্রান্সের উপকূলে অনিয়মিত অভিবাসী নৌকা ডুবিতে একজন ভারতীয় নিহত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ফ্রান্সের উপকূলে অনিয়মিত অভিবাসী নৌকা ডুবিতে।একজন ভারতীয় অভিবাসী নিহত।অনিয়মিত উপায়ে ছোট নৌকায় উত্তর ফ্রান্স উপকূল থেকে পৌঁছাতে গিয়ে এক ভারতীয় অভিবাসী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ব্রিটিশ উপকূলে পৌঁছানোর চেষ্টায় মারা যাওয়া অভিবাসী দের মোট সংখ্যা হয়েছে ৫৬।রবিবার (২৭ অক্টোবর) ফরাসি কর্তৃপক্ষ এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে। রবিবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে একদল অভিবাসী একটি ছোট নৌকায় করে কালে উপকূল থেকে পশ্চিমে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত টারডিনহেন শহর থেকে যাত্রা করেন।

যাত্রার কিছুক্ষণের মধ‍্যে দুর্ঘটনার শিকার হয় নৌকাটি। এতে নৌকায় থাকা সবাই পানিতে পড়ে যান। অভিবাসীরা সবাই সাঁতার কেটে সৈকতের দিকে ফিরে আসেন। যদিও তাদের সবার কাছে লাইফ জ্যাকেট ছিল না।

দুর্ঘটনার সময় ৪০ বছর বয়সি একজন ভারতীয় নাগরিক কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। তার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে ফরাসি উদ্ধার পরিষেবা। শেষ পর্যন্ত ওই ব্যক্তিকে বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় একটি বিচারিক তদন্ত শুরু করেছে ফরাসি কর্তৃপক্ষ। ইংলিশ চ্যানেলের আবহাওয়া সম্প্রতি অনুকূলে এলে ব্রিটিশ উপকূলের দিকে যাত্রার প্রচেষ্টা বাড়িয়েছেন অভিবাসীরা৷

স্থানীয় কর্তৃপক্ষ গত সোমবার থেকে ৫৭টি অনিয়মিত অভিবাসন প্রচেষ্টা নথিভুক্ত করেছে৷ যার মধ্যে ৩২টি প্রচেষ্টা আইন প্রয়োগকারী সংস্থাগুলো থামিয়ে দিয়েছে৷
উত্তর সাগর এবং ইংলিশ চ্যানেল বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং ব্যস্ততম শিপিং রুটগুলোর মধ্যে একটি৷

অনেক অভিবাসী বিশ্বের দরিদ্র এবং সহিংস অঞ্চলগুলো থেকে পালিয়ে উত্তর ফ্রান্স উপকূলে অবস্থান করেন৷ তাদের মূল উদ্দেশ্য যুক্তরাজ্যে পৌঁছানো৷ এসব অভিবাসীদের পরিবারের সদস্যরা যুক্তরাজ্যে অবস্থান করায় তারা ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় না চয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন৷

সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ভারত এবং আলবেনিয়া থেকে আসা অনিয়মিত অভিবাসীরাই মূলত উত্তর ফ্রান্স থেকে যুক্তরাজ্যে পৌঁছাতে চান৷সূত্র-রয়টার্স

bdnewseu/30october/ZI/Paris


আরো বিভন্ন ধরণের নিউজ