• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় বিপুলসংখ্যক দেশিয় অস্ত্রসহ ২জনকে আটক করেছে কোস্ট গার্ড

তানজিল হোসেন ,ভোলা
আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

ভোলায় বিপুল পরিমাণ, দেশীয় অস্ত্রসহ ২জন আটক করলো- কোস্ট-গার্ড।বেশকিছুদিন ধরে ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকার মেঘনা নদী এবং তৎসংলগ্ন চরে মোঃ লোকমান হোসেন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরণের অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়।

ভুক্তভোগী জনসাধারণ কোস্ট গার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৭ অক্টোবর (রবিবার) দুপুর ০১: ৩০ মিনিট ঘটিকা হতে দুপুর ০৪: ০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোন এর নেতৃত্বে কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দৌলতখান উপজেলাধীন চরপাতা এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন (৫০) ও তার ছেলে মোঃ হাসনাইন (২৩) কে ০১ টি আগ্নেয়াস্ত্র ও ০৬ টি দেশীয় অস্ত্র (০২ টি রামদা, ০১ টি দা, ০১ টি চাইনিজ কুড়াল, ০১ টি ছুরি ও ০১ টি চাপাতি) সহ আটক করা হয়।

আটককৃত সন্ত্রাসী মোঃ লোকমান হোসেন ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন ০৪ নং চরপাতা ইউনিয়ানের হাওলাদার বাড়ির বাসিন্দা মৃত আব্দুর রহিম হাওলাদার এর ছেলে।

পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদ্বয়কে জব্দকৃত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।
veneer/29October/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ