• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ

Special Correspondents Ripon Shan, Shandpur
আপডেট : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

ইলিশের চাঁদপুরে ইলিশের দাম শুনে নাকাল ক্রেতা সাধারণ।আর মাত্র দুই দিন পর আসছে ইলিশ ধরা মজুদ ও বেচাকেনার ওপর সরকারি নিষেধাজ্ঞা । আর দুই দিন আগেই অতীতের সকল রেকর্ড ছাড়িয়েছে চাঁদপুর মাছঘাট। ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫শ থেকে ৬শ টাকা। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে কখনো বাড়েনি বলে জানান স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতা রা।চলছে ইলিশের ভরা মৌসুম । দেশের অন্য তম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরব রাহ আগে  মাছঘাটে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ সরব রাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যার কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা।

পার্শ্ববর্তী জেলা থেকে ইলিশ কিনতে আসা রেহনুমা খানম বলেন, এখানে তাজা ইলিশ পাওয়া যায়। তবে দাম কুমিল্লা থেকে অনেক বেশি। আরেক ক্রেতা মিরাজ মেহেদী বলেন, ৩/৪ দিন আগে এসে যেই দাম দেখেছি। এখন তার থেকে ৫/৬ শ টাকা বেশি। সাধের ইলিশএখন আর আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে নেই। ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ কামাল জানান, ইতিহাসে ইলিশের দামে রেকর্ড ছাড়িয়ে গেলো। এমন দামে আর কখনও বিক্রি করিনি। মাছের সরবরাহ কম। তাই দাম বেড়েছে।

সরেজমিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বৃহস্পতিবার দুপুরে গিয়ে দেখা গেছে, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪শ থেকে ২৫শ টাকা। যা এক সপ্তাহ আগে ছিল ১৭শ থেকে ১৮শ টাকা। এছাড়া এক কেজি ওজনের বেশি ইলিশের দাম ২৭শ টাকা থেকে ২৮শ টাকায় বিক্রি হচ্ছে। ছোট সাইজের কেজি প্রতি ৫/৬শ টাকা থেকেনএখন ১২/১৩শ টাকায় বিক্রি হচ্ছে। নিষেধাজ্ঞার দুইদিন আগে ইলিশের এমন দাম শুনে ক্ষুব্ধ ক্রেতা সাধারণ। ব্যবসায়ীরা বলছেন, জেলেরা নিষেধাজ্ঞার আগেই জাল ও নৌকা নিয়ে তীরে ফিরছেন। এতে ইলিশ সরবরাহ কম যাওয়ায় দাম ইতিহাসে রেকর্ড।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির এক নেতার ভাষ্যমতে , দুই দিন পর মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হবে। তার আগেই ঘাটে ইলিশ সরবরাহ কমে গেছে। বড় ইলিশের তুলনায় ছোট ইলিশ ছিল বেশি এছর ।

bdnewseu/10October/ZI/fish


আরো বিভন্ন ধরণের নিউজ