আগামী ৯ ডিসেম্বর ২০২৪ ভোলা দক্ষিণ প্রেসক্লাব পুরস্কার পাচ্ছেন দ্বীপজেলার নবীন প্রবীণ ২৭ গুণী মানুষ।আগামী ৯ ডিসেম্বর ২০২৪ নদীমাতৃক গণমাধ্যম কর্মীদের সংগঠন ভোলা দক্ষিণ প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী । আনন্দঘণ এই দিনটি উৎসব মুখর আয়োজনে পালন করবে ভোলা দক্ষিণ প্রেসক্লাব । ভোলা সদরের একটি অভিজাত হলরুমে অনুষ্ঠিতব্য এই মহতী আয়োজনে ভোলা দক্ষিণ প্রেসক্লাব পুরস্কার ২০২৩-২৪ পাবেন, জুরিবোর্ড কর্তৃক চুড়ান্তভাবে নির্বাচিত দ্বীপজেলা ভোলার বিভিন্ন অঙ্গনের ২৭ জন গুণী মানুষ । এতে জীবন সম্মাননা পাবেন ২ জন গুণী ব্যক্তিত্ব । বিষয়ভিত্তিক সম্মাননা পাবেন ২৫ জন।গুণীজনদের তালিকা গণ মাধ্যমকে তুলে ধরেছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি শাহাবুদ্দিন রিপন শান । জীবন সম্মাননা পাবেন আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন । ভোলা জেলার ইতিহাস রচয়িতা । সম্পাদক ও প্রকাশক, দৈনিক আজকের ভোলা। জীবন সম্মাননা পাবেন অধ্যাপক পারভিন আখতর। সাবেক অধ্যক্ষ, ভোলা সরকারি কলেজ। সভাপতি, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন, ভোলা জেলা শাখা।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিষয়ভিত্তিক সম্মাননা পাবেন :
জনকল্যাণে:
জাকির হোসেন মুহিন । সিইও, জিজেইউএস। সমাজকর্মে ক. কবি আনজামুল আলম মুনীর । নির্বাহী পরিচালক, কর্মকুটির। খ. এডভোকেট কামাল হোসেন । আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। গ. চিকিৎসক মোঃ মহিউদ্দিন মহিন । প্রভাষক, ভোলা ইউনানী মেডিক্যাল কলেজ।
মুুক্তিযুদ্ধে :
মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিলিটারী , লালমোহন। নান্দনিক স্থাপনাশিল্পে জসিমুদ্দিন আরজু । নির্বাহী প্রকোশলী, ভোলা পৌরসভা।
কবিতায়:
ক. কবি দিলরুবা জ্যাসমিন। সহকারী অধ্যাপক,
করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজ, লালমোহন। সহ-সভাপতি, জাতীয় কবিতা পরিষদ, ভোলা । খ. কবি মিলি বসাক । প্রভাষক : বাংলা, তজুমুদ্দিন সরকারি কলেজ। সহ-সভাপতি, জাতীয় কবিতা পরিষদ- ভোলা। গ. কবি আল মনির । সিনিয়র শিক্ষক, ভোলা গভর্নমেন্ট হাইস্কুল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় কবিতা পরিষদ ভোলা । সাহিত্য সম্পাদনায়: কবি জুননু রাইন । সাহিত্য সম্পাদক, দৈনিক যুগান্তর। স্হায়ী সদস্য, জাতীয় প্রেসক্লাব । নান্দনিক সংবাদপাঠ ফারজানা তানি । সিনিয়র নিউজ প্রেজেন্টার, আরটিভি ।
সংস্কৃতিসেবায়:
ক. সোহেল আজিজ শাহীন । সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক । সাধারণ সম্পাদক, গীতিচয়ন শিল্পীগোষ্ঠী, লালমোহন। সভাপতি, লালমোহন প্রেসক্লাব । খ. আবু সাঈদ লিটন ।
অভিনয় ও আবৃত্তিশিল্পী:
সাবেক সভাপতি, ভোলা থিয়েটার । যুগ্ম আহ্বায়ক, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
সাংবাদিকতায়:
ক. কিরণ শর্মা । সভাপতি, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটি। ব্যুরোচীফ, দৈনিক ভোরের ডাক। সম্পাদক, সাপ্তাহিক ভোলার কণ্ঠ। খ. শিমুল চৌধুরী । গ. এম আবু সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিন। ঘ. সাঈফ বাবলু। প্রচার ও প্রকাশনা সম্পাদক, ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিজাব। স্টাফ রিপোর্টার, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ। ঙ. এসএম মামুন হোসাইন। চরফ্যাশন প্রতিনিধি , দৈনিক ভোরের আকাশ । তথ্য ও গবেষণা সম্পাদক, ভোলা দক্ষিণ প্রেসক্লাব । (নিজস্ব বার্ষিক প্রণোদনা পুরস্কার) ।
আইটি শিক্ষা বিস্তারে:
সাংবাদিক আযাদ আলাউদ্দিন। ব্যবস্হাপনা পরিচালক, সাতরং সিস্টেমস, বরিশাল।
চারুশিল্পে:
শিল্পী সুজন মাহবুব সহকারী পরিচালক, জাতীয় চিত্রশালা । বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
শিক্ষাবিস্তারে:
ক. কামরুল আহসান হিরণ । সহকারী অধ্যাপক (বাংলা) , ওবায়দুল হক কলেজ, ভোলা। খ. হোসনে আরা নাহার। সহকারী শিক্ষক, লালমোহন সরকারি মডেল হাইস্কুল। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণীশিক্ষক ২০২৩।
সংগীতে:
ক. কণ্ঠশিল্পী আসিফ আলতাফ । জাতীয়ভাবে নন্দিত জনপ্রিয় সঙ্গীতশিল্পী । খ. কণ্ঠশিল্পী রেহানা ফেরদৌস # প্রভাষক, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ভোলা ।
আবৃত্তিশিল্পে:
আবৃত্তিশিল্পী জাবেদ ইকবাল এডভোকেট, জেলা জজ কোর্ট, ভোলা ।
চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর মহতী এই উদ্যোগটিকে সর্বাত্মক সফল করার জন্য ভোলা জেলার সকল মহলের সহযোগিতা কামনা করেছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শান, সিনিয়র সহ-সভাপতি কবি নীহার মোশারফ, সহসভাপতি সাইফুল ইসলাম আকাশ, সহসভাপতি কবি এম এ মান্নান, সহসভাপতি হেলাল উদ্দিন নয়ন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণি, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব ইশতিয়াক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আশরাফুল, কোষাধ্যক্ষ মিজান হাওলাদার, অনুষ্ঠান সম্পাদক হাসান ফরাজী , প্রচার ও প্রকাশনা সম্পাদক ইস্রাফিল নাঈম, তথ্য ও গবেষণা সম্পাদক এসএম মামুন হোসাইন, সমাজকল্যাণ সম্পাদক জসিম মাতাব্বর, দপ্তর সম্পাদক আবরান তাহসান তরিক, নির্বাহী সদস্য এমরান হাসান আলীম, নির্বাহী সদস্য আখতার হোসেন শাকিল, নির্বাহী সদস্য রাকিব হোসেন , সদস্য মনির আসলামী, সদস্য তামীম সাদী মান্নান, সদস্য ইলিয়াস সানি, সদস্য প্রভাষক মাহে আলম আখন, সদস্য আখতারুজ্জামান রাসেল প্রমুখ ।
bdnewseu/10October/ZI/bhola