• বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দুর্নীতিবাজে আচ্ছাদিত লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি জার্মানি অনিয়মিত অভিবাসীদের তুরস্কে ফেরত পাঠানো বাড়িয়েছে চট্টগ্রাম সিটি নির্বাচনে পরাজিত প্রার্থী শাহাদাত কে বিজয়ী ঘোষণা গ্রিসে ২০২৩ সালে সংঘটিত বন্যায় ক্ষতিগ্রস্তদের সকল সুযোগ সুবিধার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে গ্রিসের করিন্থিয়ার রোজেনা এলাকায় অগ্নিকাণ্ডের ভয়াবহতা ব্যাপক অস্ট্রিয়ার সংসদ নির্বাচনে রক্ষণশীল ফ্রিডম পার্টির জয়লাভ মধ্যপ্রাচ্য থেকে অনিয়মিত অভিবাসী প্রবাহের আশঙ্কায় গ্রিস জনপ্রিয় চ্যানেল “আই” এর বিরুদ্ধে মামলা করেছেন ব্রাউনিয়া চকরিয়ায় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম নিহত ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দিবেন:পররাষ্ট্র উপদেষ্টা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

জনপ্রিয় চ্যানেল “আই” এর বিরুদ্ধে মামলা করেছেন ব্রাউনিয়া

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

৫ জন পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষের বক্তব্য।চ্যানেল আইয়ের’ পাঁচ পরিচালকের বিরুদ্ধে উপস্থাপিকা ফারজানা ব্রাউনিয়ার মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি এই চ্যানেলের কর্তৃপক্ষ। বুধবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে হাসিবুল হকের আদালতে এই মামলা হয়। পরে চ্যানেল আই কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘাটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং মিথ্যা মামলায় তাদের হয়রানি বন্ধের দাবি জানাচ্ছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।মামলার আসামিরা হলেন– চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, আবদুর রশিদ মজুমদার পারভেজ ও রিয়াজ আহম্মেদ খান। ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৯ লাখ টাকা মজুরি না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্রাউনিয়া। আসামিরা তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি করেন বলেও অভিযোগে তিনি উল্লেখ করেছেন।

এ বিষয়ে চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে, ফারজানা রশীদ ব্রাউনিয়াকে তার চাকরির পাওনা পরিশোধ না করা, তার কাছে ৫০ কোটি টাকা চাঁদা দাবি ও হুমকি দেওয়ার সংক্রান্ত অভিযোগ হাস্যকর ও মিথ্যায় পরিপূর্ণ। মামলার দরখাস্তে যেসব অযাচিত ভাষা ব্যবহার করা হয়েছে তা খুবই দুঃখজনক।
চ্যানেল আই কর্তৃপক্ষ আরও দাবি করে, ফারজানা রশীদ ব্রাউনিয়া কোনোকালেই চ্যানেল আইয়ের স্থায়ী কোনও পদে কর্মরত ছিলেন না। চ্যানেল আইয়ে এক সময়ে প্রচারিত ‘স্বর্ণ কিশোরী’ নামের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল এবং সেই মোতাবেক তাকে সম্মানী দেওয়া হতো। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে ওই অনুষ্ঠানটি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বন্ধ হয়ে যায়। সেই কারণে চ্যানেল আইয়ের কাছে ফারজানা রশীদ ব্রাউনিয়ার কোনও পাওনার প্রসঙ্গ আনা অবান্তর। এছাড়া ২০১৮ সাল থেকে শুরু করে কোনও সময়েই এই ধরনের কোনও দাবি-দাওয়ার কথা কারোর জানা নেই ।
বিবৃতিতে আরও বলা হয়, মূলত নিজের বিভিন্ন সংশ্লিষ্টতা আড়াল করতে এই মামলা দায়ের করা হয়েছে বলে মনে হয়। চ্যানেল আইয়ের পাঁচ পরিচালককে ব্যক্তিগত আক্রোশে অযথা হয়রানি, সম্মানহানি কিংবা অন্য কোনও বিশেষ উদ্দেশ্য হাসিলে এই মামলা করা হয়ে থাকতে পারে বলে চ্যানেল আই কর্তৃপক্ষ মনে করছে। মামলার অভিযোগের সঙ্গে সম্মানিত পাঁচ পরিচালকের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। দায়েরকৃত ‘মিথ্যা মামলাটি’ চ্যানেল আইয়ের পাঁচ পরিচালক আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

bdnewseu/27September/ZI/case


আরো বিভন্ন ধরণের নিউজ