• শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:০৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

স্থগিতাদেশ আটশ ইউরো ২১ শে ডিসেম্বর প্রদান করবেনঃগ্রীক শ্রমমন্ত্রী

কামরুজ্জামান ডালিম ভুঁইয়া ( গ্রীস) এথেন্স
আপডেট : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

স্থগিতাদেশ আটশ ইউরো ২১ শে ডিসেম্বর প্রদান করবেনঃগ্রীক শ্রমমন্ত্রী
যারা এখনো ৮০০ ইউরো ভাতা পাইনি তাদের ২১ ডিসেম্বর তারিখে প্রদান করা হবে।

৮০০ ইউরোর ভাতা: ২৪০০০ কর্মচারীদের দেওয়া হয়নি, তা দুই তিন দিন দেরি হবে বলে যে ঘোষণা করেছিল তা পিছিয়ে ২১|১২|২০ নিয়ে পৌঁছেছে।

আজ ১৪ ডিসেম্বর গ্রীসের এক টিভি টকশোতে শ্রমমন্ত্রী, ইয়ানিস ভ্রোতসিস জোর দিয়েছিলেন যে নভেম্বরের স্থগিতাদেশের জন্য ৮০০ ইউরো ভাতা প্রদান শুরু হয়েছে, তবে যে, ২৪,০০০ কর্মচারী যারা অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এখনো পাইনি তাদের কে স্থগিত কর্মচারী হিসেবে দেখানো হয়েছে উনারা পাবেন আগামী ২১ ডিসেম্বর এর মধ্যে স্থগিত আটশ ইউরো পেয়ে যাবেন। গ্রীক শ্রমমন্ত্রী আরো বলেছেন

এই নাগরিকদের যত তাড়াতাড়ি সম্ভব অর্থ প্রদান করা হবে।
, শ্রমমন্ত্রী বলেছেন, তাদের অর্থ হারাবে না বলে আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে বড় দিনের বোনাস চারশত ইউরো ও প্রদান করা হবে বলে গণমাধ্যমে আশস্থ করেছেন।
বিডিনিউজ ইউরোপ /১৫ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ