• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

তানজিল হোসেন, ভোলা
আপডেট : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

ভোলা দক্ষিণ প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত।রিপন শান সভাপতি, তরিকুল ইসলাম রণি সম্পাদক।প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নদীমাতৃক গণমাধ্যমকর্মীদের প্রাণের সংগঠন ‘ভোলা দক্ষিণ প্রেসক্লাব’ এর সাধারণ সভা ও সম্মেলন ২০২৪ ।দ্য রেডটাইমসের স্টাফ রিপোর্টার প্রভাষক রিপন শান কে সভাপতি, দৈনিক আমাদের বাংলার ভোলা জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রণি কে সাধারণ সম্পাদক করে পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করেছে ভোলা দক্ষিণ প্রেসক্লাব।

দ্বীপজেলা ভোলার মধ্যবর্তী কুঞ্জেরহাটে অবস্থিত গোল্ডেন সান চাইনীজ রেস্তোরাঁয় বৃহস্পতিবার ( ১৫ আগস্ট ২০২৪ ) বিকেলে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি কবি রিপন শানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রণির সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত প্রেসক্লাব সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় ।
ভোলা দক্ষিণ প্রেসক্লাবের পঁচিশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটিতে : কবি রিপন শান ( ভোলার কণ্ঠ/ মুক্তবুলি/ দ্য রেডটাইমস ) কে সভাপতি এবং তরিকুল ইসলাম রণি ( আমাদের বাংলা, আলোকিত বরিশাল ) কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সাংবাদিকরা হলেন :
কবি নীহার মোশাররফ ( ভিন্নমাত্রা ডটকম ) সিনিয়র সহ-সভাপতি । মোঃ সাইফুল ইসলাম আকাশ ( আজকের পত্রিকা ) সহ-সভাপতি । কবি এম এ মান্নান ( ভোরের দর্পণ / মুসলিম টাইমস ) সহ-সভাপতি । হেলাল উদ্দিন নয়ন ( বরিশাল প্রতিদিন ) সহ-সভাপতি । হাসিব ইশতিয়াক আহমেদ ( দেশ রুপান্তর ) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক । পলাশ তালুকদার ( তৃতীয় মাত্রা ) যুগ্ম সাধারণ সম্পাদক । মিজান পাটোয়ারী ( আজকের বসুন্ধরা ) যুগ্ম সাধারণ সম্পাদক । মেহেদী হাসান মোর্শেদ ( সিএনএন বাংলা টিভি/ বাংলাদেশ সমাচার ) সিনিয়র সাংগঠনিক সম্পাদক । প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ ( দেশের কণ্ঠ ) সাংগঠনিক সম্পাদক । রুবেল আশরাফুল ( খোলা কাগজ / মহাসময় ) সাংগঠনিক সম্পাদক । মোঃ মিজান হাওলাদার ( দৈনিক চিত্র / আমাদের বরিশাল ) কোষাধ্যক্ষ। মোহাম্মদ ইস্রাফিল নাঈম ( প্রতিদিনের সংবাদ ) প্রচার ও প্রকাশনা সম্পাদক । এসএম মামুন হোসাইন ( আজকের দর্পণ ) তথ্য ও গবেষণা সম্পাদক। জসিম মাতাব্বর ( আমাদের বরিশাল ) সমাজকল্যাণ ও জনসংযোগ সম্পাদক । প্রভাষক মু. নুরুল্লাহ আরিফ ( উপকূল বার্তা ) শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক । সিমা বেগম ( বাংলাদেশ সমাচার ) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক । হাসান ফরাজী ( আলোচিত কণ্ঠ ) অনুষ্ঠান সম্পাদক । মোঃ তরিকুল ইসলাম ( বাংলা খবর ) দপ্তর সম্পাদক। নিয়াজ মাহমুদ জয় ( সকালের সময় ) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক। এইচ এম ইকবাল হোসেন ( ভোলার বাণী ) নির্বাহী সদস্য । এমরান হাসান আলীম ( মাতৃজগত ) নির্বাহী সদস্য । মোঃ রাকিব হোসেন ( প্রাইভেট ডিটেকটিভ ) নির্বাহী সদস্য । মোঃ আখতার হোসেন ( মানবাধিকার প্রতিদিন ) নির্বাহী সদস্য।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ভোলা দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রভাষক কবি রিপন শান বলেন- ৯ ডিসেম্বর ২০২০ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন থেকে আজ পর্যন্ত নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমাদের ভোলা দক্ষিণ প্রেসক্লাব তার কর্মধারায় ক্রমবিকশিত একটি সাংবাদিক সামাজিক জোট । বিভিন্ন সময়ে আমরা ষড়যন্ত্রকারী রক্তচক্ষুর রোষানলেও পড়েছি । আমাদের হাত বাঁধা নেই । আমরা গণমানুষের কথা বলেই যাবো।

সততা দেশপ্রেমকে বুকে ধারণ করে আমরা এগিয়েই যাবো । দেশের বিরাজমান পরিস্থিতিতে আমাদের কলম দুর্বার গতিতে চলমান থাকবে। আমরা করবো জয়।

bdnewseu/18August/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ