• বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা গ্রিসের বেশ কিছু অঞ্চলকে আগুনের উচ্চ ঝুঁকি পূর্ণ ঘোষণা করা হয়েছে সীমান্তে বিএসএফ এর হত্যা নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আদিবা নওমী

তানজিল হোসেন, ন্যাশনাল ডেস্ক রিপোর্ট বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

শাড়ি পরে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন আদিবা নওমী।
ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন আদিবা নওমী কোটা সংস্কার আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনা- দেয়ালে নানা ধরনের মন্তব্য-স্লোগান লিখেছিলেন শিক্ষার্থীরা। এখন তাঁরাই সেসব মুছে পরিষ্কার করছেন। একই সঙ্গে আন্দোলন ঘিরে ঘটে যাওয়া সহিংসতায় ভাঙচুর ও অগ্নি সংযোগে রাস্তায় জমে থাকা ইটপাটকেল এবং আবর্জনা পরিষ্কারের অভিযানেও নেমেছেন তাঁরা।

করতেছে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজও। যেসব শিক্ষার্থীরা এ কাজ করছেন, তাঁদেরই একজন আদিবা নওমী। সহপাঠীদের সঙ্গে সড়কের যানবাহনের শৃঙ্খলা ফেরাতে শাড়ি পরেই ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছেন তিনি। আদিবার এহেন ব্যতিক্রমী কাজের প্রশংসা করছেন সবাই।

আদিবা নওমী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী। পাশাপাশি ‘আজকের পত্রিকা’র পাঠক ফোরাম ‘পাঠকবন্ধু’র ক্যাম্পাস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই যুক্ত আদিবা।ট্রাফিক নিয়ন্ত্রণ নিয়ে জানতে চাইলে আদিবা বিভিন্ন গণমাধ্যম বলেন, ‘দেশের মানুষ যেটি গত ১৫ বছরে করতে পারেননি, আমরা শিক্ষার্থীরা সেটা অল্প কয়েক দিনের মধ্যেই করে দেখিয়েছি। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে যাওয়ায় দেশের ট্রাফিকব্যবস্থা ভেঙে পড়েছে। তাই নিজের এলাকার সড়কের শৃঙ্খলা ফেরাতে শাড়ি পরেই রাস্তায় এসেছি।’

শাড়ি পরেই কেন.? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শাড়ি পরে ট্রাফিকের দায়িত্ব পালনকে ভিন্নভাবে দেখার সুযোগ নেই। শাড়ি বাঙালি নারীর ভূষণ। একটি মেয়ে সালোয়ার- কামিজ পরে যেমন সব কাজ করতে পারেন, একইভাবে শাড়ি পরেও করতে পারেন। আমাদের মায়েরা বেশির ভাগ সময় শাড়ি পরেন। শাড়ি পরেও যে ট্রাফিকের দায়িত্ব পালন করা যায়, সেটাই আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি।’

ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়াও আদিবা শিক্ষার্থীদের মাঝে খাবার বণ্টনের কাজ করেছেন। ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন। দেশের প্রয়োজনে এসব কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত।

bdnewseu/13August/ZI/lifestyle


আরো বিভন্ন ধরণের নিউজ