বৃটেনে বসবাসের জন্য ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের ৩১ ডিসেম্বরের আগে প্রি-সেটেলমেন্টের আবেদন করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বৃটেনে প্রবেশাধিকার বন্ধ হচ্ছে ৩১ শে ডিসেম্বর ২০২০ । ডেড লাইন কার্যকর হবার পর
ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের বৃটেনে প্রবেশাধিকার হবে সর্বোচ্চ তিন মাসের জন্য। সরাসরি জব বা রেসিডেন্ট পার্মিট নেওয়ার আর সুযোগ থাকবে না ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য। তবে ৩১ শে ডিসেম্বর ২০২০ এর রাত ১১ টা পর্যন্ত যারা প্রি- সেটেলমেন্টের আবেদন জমা করবেন তাদের জন্য বৃটেনে আগামী ২০২৫ সাল পর্যন্ত সব ধরনের অধিকার সুরক্ষিত থাকবে। তাই যাদের ইউরোপের নাগরিকত্ব আছে তারা সহজেই প্রি- সেটেলমেন্ট করে নিতে পারেন। ৫ বছর থাকার পর চাইলে বৃটেনে লিভ টু রিমেইন স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারবেন।
প্রি সেটেলমেন্ট স্ট্যাটাসের জন্য আবেদন করতে পারেন www.gov.uk এই সাইটের মাধ্যমে।
ইচ্ছে করলে আপনি নিজেই নিজের আবেদন করতে পারবেন।
যদি ইউকের ভেতরে থাকেন ৩১ ডিসেম্বরের আগে তাহলে প্রি সেটেলমেন্টের আবেদন করে হোম অফিসে থেকে কনফার্মেশন মেসেজ পেলে ব্রিটেনে বসবাসের ক্ষেত্রে আগামি ২০২৫ সাল পর্যন্ত কোন প্রকার আইনি জটিলতা থাকবে না।
বিডিনিউজ ইউরোপ /১৩ ডিসেম্বর / জই