• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বাঁধা বিপত্তি পুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাব

রিপন শান, ভোলা
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

বাঁধা বিপত্তি ডপুনুরুজ্জীবিত হলো লালমোহন মিডিয়া ক্লাববিগত সরকারের আমলে এক ভয়াবহ ষড়যন্ত্রের আগ্রাসনে বন্ধ ঘোষণা করা হয় দ্বীপজেলা ভোলার লালমোহনের গণমানুষের প্রিয় গণমাধ্যম সংগঠন ‘লালমোহন মিডিয়া ক্লাব’ । শুধু সংবাদ চর্চা নয়, শীতার্তদের কম্বল দেয়া, করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, প্রতিবছর জ্ঞানীগুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান, দেশবরেণ্য লেখক সাংবাদিক শিল্পীদের স্মরণ, স্হানীয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বহুমুখী সামাজিক কর্মকাণ্ডের সফল আয়োজক এই সংগঠনটি তার স্বনাম ও সুনামের কারণেই রোষানলে পড়ে যায় কুচক্রী মহলের । ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর কবি রিপন শানের হাত ধরে একঝাঁক প্রগতিশীল গণমাধ্যমকর্মীর সমন্বয়ে লালমোহন পৌরশহরের হাজী ইউসুফ প্লাজায় অনুষ্ঠিত প্রীতি আড্ডায় জন্মগ্রহণ করে লালমোহন মিডিয়া ক্লাব । ২০২১ সালের মাঝামাঝি সময়ে ষড়যন্ত্রী অপশক্তির কঠিন খড়গ নেমে আসে লালমোহন মিডিয়া ক্লাবের বুকে । অবশেষে তিন বছরের বাকরুদ্ধ যন্ত্রণার কঠিন দাবদাহ পেরিয়ে আজ ৮ আগস্ট ২০২৪ শুক্রবার নতুন উদ্যমে নবজন্ম লাভ করলো লালমোহন মিডিয়া ক্লাব ।

আজ সন্ধ্যায় লালমোহন পৌরশহরের ফুডপ্লেস চাইনীজ রেস্তোরাঁয়, মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রভাষক কবি রিপন শানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুনুরুজ্জীবন বৈঠকের প্রথমার্ধে উপস্থিত সদস্যগণের সর্বসম্মতিক্রমে ; ক্লাবের কার্যপ্রণালী বিধির গুরুতর লঙ্ঘন ও সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় । বৈঠকের দ্বিতীয়ার্ধে সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত করে, লালমোহন মিডিয়া ক্লাবের সাবেক সহসভাপতি ও করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক তারেকুল ইসলাম খালেক (বাংলা খবর) কে আহবায়ক এবং ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজান হাওলাদার (দৈনিক চিত্র/আমাদের বরিশাল)কে সদস্যসচিব করে ৯ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয় । কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন জাকির হোসেন জুয়েল (ভয়েস সিটিজি/দৈনিক ভোলার বাণী) এবং ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোসলেউদ্দিন মুরাদ (দৈনিক দেশের কণ্ঠ) । নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন : যথাক্রমে- লালমোহন মিডিয়া ক্লাবের প্রতিষ্ঠাতা, বদরপুর নুরুন্নবী চৌধুরী কলেজের সিনিয়র প্রভাষক কবি রিপন শান (দ্য রেডটাইমস্/ভোলার কণ্ঠ/মুক্তবুলি), মিজান পাটোয়ারী (দৈনিক আজকের বসুন্ধরা), জসিম মাতাব্বর (দৈনিক আমাদের বরিশাল/একুশে নিউজ), ধলীগৌরনগর কলেজের প্রভাষক মোঃ আনোয়ার হোসেন (বাংলাদেশ ক্রাইম সংবাদ) এবং এমরান হাসান আলীম (দৈনিক মাতৃজগত) ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য- গজারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ক্লাবের শুভার্থী- ধলীগৌরনগর কলেজের প্রভাষক মেহেদী হাসান রিয়াজ, শিক্ষক ও সমাজকর্মী মোঃ মফিজুল ইসলাম, মোহাম্মদ শরিফ প্রমুখ।

bdnewseu/10August/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ