• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন: আহমদ শফী আশরাফী

ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন: আহমদ শফী আশরাফী।ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। দীর্ঘদিনের জুলুম নিপীড়নের অবসান ঘটেছে। আর কোন স্বৈরশাসক এ দেশের মানুষ দেখতে চায় না। অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগতম। আশা করি, জনগণের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিবেন। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আহবান, ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করুন।

গত ৮ আগস্ট’২৪ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি’র কেন্দ্রীয় মহাসচিব আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

আহমদ শফী আশরাফী আরও বলেন, ছাত্র জনতার জীবন এবং রক্তের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল বীর সেনানীদেরকে জানাই লালসালাম। দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সহিংসতা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটছে যা কখনো কাম্য নয়। বাংলাদেশের মানুষ স্বাধীনচেতা ও শান্তিপ্রিয়। কোন অরাজকতা মেনে নেওয়া হবে না। বৈষম্যমুক্ত এবং মর্যাদাপূর্ণ কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানাই।

বার্তা প্রেরক
হাসনাইন আহমদ
দফতর সম্পাদক
ন্যাশনাল সবুজ বাংলা পার্টি
bdnewseu/10August/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ