• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

জার্মানির সীমান্তে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ কমেছে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

জার্মানির সীমান্তে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ কমেছে।বছরের প্রথমার্ধে জার্মানির সীমান্তে অন নুমোদিত প্রবেশ খানিকটা কমে গিয়েছে৷মঙ্গলবার (৩০ জুলাই) জার্মানির ফেডারেল পুলিশ একথা জানিয়েছে৷ জার্মানির ফেডারেল পুলিশ প্রথম ছয় মাসে ৪২ হাজার ৩০৭টি অননুমোদিত প্রবেশ রেকর্ড করেছে৷ গত বছরের প্রথম ছয় মাসে যা ছিল ৪৫ হাজার ৩৩৮ জন৷ অর্থাৎ অনুমতিবিহীন প্রবেশ সাত শতাংশ কমেছে।গত বছরের সেপ্টেম্বরে, ফেডারেল পুলিশ ২১ হাজার ৩৭৫টি অননুমোদিত প্রবেশের কথা জানিয়েছিল। গত অক্টোবরে যা ছিল ২০ হাজার ৭৩, গত ডিসেম্বরে এই প্রবেশের সংখ্যা ছিল সাত হাজার ৪৮৭।গত অক্টোবরের শুরু থেকেই জার্মানির সীমা নাগুলোয় নিয়ন্ত্রণ এবং নজরদারি শুরু হওয়ার পর থেকে ইতিবাচক প্রভাব লক্ষ্য করা গেছে৷

রইটারস জানায়,চলতি বছরের ফেব্রুয়ারিতে এই সংখ্যাটা
ছিল ছয় হাজারেরও কম। তারপর থেকে, অননুমোদিত প্রবেশ সামান্য বেড়েছে। চলচি বছরের মার্চে যা ছিল সাত হাজার ১০০, জুনে সংখ্যাটা দাঁড়ায় সাত হাজার ৭০০-তে।

সাধারণত পোল্যান্ড, চেক রিপাবলিক ও সুইজারল্যান্ড সীমান্তে জার্মানির নিয়মিত স্পট চেকপয়েন্ট থাকে না৷ কারণ এই দেশগুলো শেঙেন অঞ্চলভুক্ত৷ তবে সাম্প্রতিক বছরগুলোতে অনিয়মিত অভিবাসীদের আসা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে জার্মানি৷ বিভিন্ন সময়ে অনিয়মিত চেক পয়েন্ট বসিয়েছে৷

ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুসারে, শেঙেন জোনের অস্থায়ী সীমান্ত চেকিং ব্যবস্থা বিশেষ পরিস্থিতিতে ছয় মাস পর্যন্ত বাড়ানো যায়৷ ইউরোপের বেশ কিছু দেশ অবশ্য বছরের পর বছর ধরে নানা আইনি স্থগিতাদেশের মাধ্যমে এই অস্থায়ী নজরদারির মেয়াদ বাড়িয়ে চলছে৷ জার্মানি এবং অস্ট্রিয়ার মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা ২০১৫ সাল থেকে ক্রমাগত মেয়াদ বাড়িয়ে এখনো কার্যকর রাখা হয়েছে৷

জার্মান সরকার জানিয়েছে, এর ফলে অনিয়মিত অভিবাসন সীমাবদ্ধ করা সম্ভব এবং মানবপাচারকারীদের সঙ্গে লড়াই করা সম্ভব। বর্তমানে সুইজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ডে ১৫ ডিসেম্বর পর্যন্ত এবং অস্ট্রিয়ায় ১১ নভেম্বর পর্যন্ত এই নজরদারি এবং চেকিংয়ের নিয়ম চালু থাকবে।

এদিকে, ২০২৪ সালের প্রথম ছয় মাসে সুইজারল্যান্ড সীমান্তে অনিয়মিতভাবে আসা ১২ হাজার ৫০০ জনকে আটক করেছে সে দেশের কাস্টমস এবং আইন প্রয়োগ কারী সংস্থা৷ সংখ্যাটা ২০২৩ সালের একই সময়ের তুলনায় এক তৃতীয়াংশ কম৷

অভিবাসনপ্রত্যাশীরা তাদের প্রাথমিক রুট পরিবর্তন করার কারণে অনিয়মিত প্রবেশের সংখ্যা হ্রাস পেয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

bdnewseu/1 August/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ