• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার এটাই উপযুক্ত সময়:জো বাইডেন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪

দেশের তরুণ প্রজন্মের হাতে ক্ষমতা তুলে দেয়ার
এটাই উপযুক্ত সময় – জো বাইডেন।যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের ওভাল অফিস থেকে বুধবার রাতে জাতির উদ্দেশে এক ভাষণে একথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।বৃহস্পতিবার (২৫ জুলাই) বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এতথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সময় বুধবার রাতে ওভাল অফিসে রেকর্ড করা ১১ মিনিটের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যটি বিভিন্ন সম্প্রচার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়। সম্প্রতি প্রেসিডেন্ট প্রার্থিতা প্রত্যাহারের পর ক্যামেরার সামনে এটিই তার প্রথম ভাষণ।প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এখনই সময় নতুন প্রজন্মের কাছে নেতৃত্বের মশাল তুলে দেয়ার।তিনি বলেন, “নতুন কণ্ঠের জন্য একটা স্থান ও সময় আছে, হ্যাঁ তরুণ কণ্ঠের জন্য”।

উল্লেখ্য যে,ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে বিতর্কে হতাশাজনক পারফরম্যান্সের পর কয়েক সপ্তাহ ধরে চাপে ছিলেন ৮১ বছর বয়স্ক জো বাইডেন। পরে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থিতা থেকে সরে আসেন তিনি এবং রবিবার তার ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে সমর্থন করেন তিনি।

তিনি তার বক্তব্যে আশা প্রকাশ করে আরও বলেন, কমালা হ্যারিস তার সমর্থক ডেমোক্রেট এবং দেশকে একত্রিত করবেন।

bdnewseu/25July/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ