কোটা সংস্কার আন্দোলনে কক্সবাজারে আটকেপড়া ১০ হাজার পর্যটক অবশেষে কক্সবাজার ছাড়ছেন। আটকেপড়া ১০ হাজার পর্যটক। মঙ্গলবার (২৩ জুলাই) জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৬৩টি বাসে পৌঁছে দেয়া হচ্ছে তাদের। নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ।জানা গেছে, কক্সবাজারে ভ্রমণে এসে চলমান কারফিউয়ের কারণে কেউ পাঁচদিন, আবার কেউ সাতদিন আটকা পড়েছেন। তাদের গন্তব্যে ফেরাতে এগিয়ে এসেছে জেলা প্রশাসন ও সেনাবাহিনী। তাদের সারিবদ্ধভাবে শৃঙ্খলার মধ্যে যাচাই-বাছাই করে বাসে তোলা হয়। এরপরই তারা রওয়ানা হন ঢাকার উদ্দেশ্যে।
আটকেপড়া যাত্রীরা জানান, বেড়াতে এসে চলমান কারফিউয়ের কারণে কক্সবাজারে আটকা পড়েন তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এখন বাড়ি ফিরতে পারছেন। এখন অনেক স্বস্তি লাগছে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, আটকেপড়া ১০ হাজার পর্যটককে ৬৩টি বাসে দুই দফায় পাঠানো হচ্ছে। প্রতিটি বাসে ৪০-৪২টি আসন রয়েছে। কক্সবাজার পর্যন্ত আমরা নিরাপত্তা দেব। এরপর সেনাবাহিনী তাদের কড়া নিরাপত্তায় ঢাকায় পৌঁছে দিতে সহযোগিতা করবে।
তিনি আরও জানান, এখানে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, র্যাব, বিচকর্মীসহ আনসার সদস্যরা সবাই দায়িত্ব পালন করছেন। আটকেপড়া পর্যটকদের একযোগে নিরাপত্তা দিয়ে নিজ নিজ গন্তব্যে পাঠানো হচ্ছে।
জেলা পুলিশ সূত্র জানায়, প্রথম দফায় ৬৩টি বাসে আটকেপড়া পর্যটকদের ফেরত পাঠানো হচ্ছে। আর যদি কেউ বাকি থাকেন, তাহলে তাদের দ্বিতীয় পর্যায়ে গন্তব্যে পৌঁছে দেয়া হবে।
bdnewseu/24July/ZI/Tourist