মানব পাচার আবহমান কাল ধরে চলে আসছে। ইদানিং মানব পাচারের ধরণ ও বদলেছে বলেছেন বিবিসি।ব্রিটিশ সীমান্ত পুলিশ ইংলিশ চ্যানেলে শনিবার একটি ‘ইয়ট’ বা প্রমোদতরী জব্দ করেছে৷ ধারণা করা হচ্ছে, অভিজাত এই নৌকাটি দিয়ে অনিয়মিত উপায়ে আশ্রয়প্রত্যাশীদের যুক্তরাজ্যে আনা হচ্ছিল৷ব্রিটিশ সীমান্ত পুলিশের জাহাজ ‘হারিকেন’-কে শনিবার ওই প্রমোদতরী টিকে দক্ষিণাঞ্চলের বন্দর ডোভারে নিয়ে যেতে দেখা গেছে৷ একই জাহাজে অনেক অভিবাসনপ্রত্যাশীকেও উদ্ধার করে আনা হয়েছে৷ ঠিক কতজন অভিবাসী ওই জাহাজে ছিলেন তা জানা যায়নি৷
এদিকে, ইংলিশ চ্যানেল দিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমাতে ডিঙ্গি নৌকা আসা অব্যাহত রয়েছে ব্রিটিশ সীমান্তে৷ তবে ইয়টে করে সীমান্ত অতিক্রমের চেষ্টা এই প্রথম দেখা গেল৷
গত সোমবার থেকে ডিঙ্গি নৌকায় করে আসা অভিবাসনপ্রত্যাশীদের এক হাজার ১৫৭ জনকে উদ্ধার করেছে সীমান্ত পুলিশ৷ এ সময় দুই জন সীমান্ত অতিক্রম করতে গিয়ে মারা গেছেন৷আগের সপ্তাহে মারা গিয়ে ছিলেন চার জন৷
আবহাওয়া ভালো থাকায় এ সময়টায় সীমান্তে আসা নৌকার সংখ্যা বেড়ে গেছে৷ ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সাতটি ছোট নৌকায় ৪১৩ জন সীমান্ত অতিক্রম করেছেন৷ এ বছর এ পর্যন্ত প্রায় সাড়ে ১৫ হাজার মানুষ অনিয়মিত উপায়ে যুক্তরাজ্য সীমান্তে এসেছেন৷
গত বছর একই সময়ে এর চেয়ে ১০ ভাগ কম মানুষ পৌঁছেছিলেন ব্রিটিশ সীমান্তে।
স্বরাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, ‘‘আমরা দেখতে চাই সমুদ্রপথে বিপজ্জনকভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দেয়া বন্ধ হয়েছে৷ এটা সীমান্ত সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলছে এবং মানুষের জীবন ঝুঁকির মুখে ফেলছে৷’’
নতুন সরকার সীমান্ত সুরক্ষা বাড়াবার চেষ্টা করছেন বলে জানান তিনি। সূত্র – ইনফোমাইগ্রান্ট
bdnewseu/23July/ZI/British