কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে যাত্রাবাড়িতে সাংবাদিকসহ ৫ জন নিহত।কোটা সংস্কারের আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের গুলিতে সাংবাদিক হাসান মেহেদী নিহত হয়েছেন। বৃহস্পতিবার যাত্রাবাড়িতে তিনি গুলিবিদ্ধ হন। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। তিনি ঢাকা টাইমসে কাজ করতেন। যাত্রাবাড়ীর কলাপট্টি ও শনির আখড়ায় ও আজিমপুর এলাকায় পুলিশের গুলিতে হাসান মেহেদীসহ পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা হলেন হাসান মেহেদী (৩৩), মোঃ ওয়াসিম(৪০), মোঃ নাজমুল হোসেন (২৮) ও মোহাম্মদ আলী (২২)। এই ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ১৬০ ও ভর্তি ৪০ জন।
ঢাকা টাইমসের সাংবাদিকরা জানান, হাসান মেহেদি দুর্নীতি দমন কমিশন( দুদক) বিটে কাজ করতো। কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যাত্রবাড়ি এলাকায় সংঘর্ষের খবর সংগ্রহের জন্য তিনি অবস্থান করছিলেন। সংঘর্ষের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থীদের পাশাপাশি হাসান মেহেদীও গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পুলিশের গুলিতে আরও বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এছাড়া দিনভর সহিংসতার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা নানাভাবে হামলার শিকার হন।
এই নিহতের ঘটনায় ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেছেন। এছাড়াও গ্রিক বাংলা প্রেস ক্লাব ও সাংবাদিক নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদান করেছেন।
bdnewseu/18July/ZI/sad