শেষ মূহুর্তের বৃক্ষমেলায় তেমন কোনো দেখা নেই, সাধারণ ক্রেতাদের।‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। ১১ জুলাই বৃহস্পতিবার সকালে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আরিফুজ্জামান তবে এ বৃক্ষরোপণ কর্মসূচি চলবে ১৭ জুলাই পর্যন্ত।
উপকূলীয় বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে শহরে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেলা। তবে রয়েছে ১৮ টি স্টল যেখানে সারি সারি গাছের সমারোহ নার্সারি গুলোতে বনজ- ফলদ গাছের সমারোহ।
মেলার প্রথমদিনে দেখা গেছে, নার্সারি গুলোতে বাহারি চারার সসমারোহ। দর্শনার্থীরা মেলায় ঘুরে ঘুরে পছন্দের বৃক্ষ কিনছেন বৃক্ষ প্রেমীরা। অন্যদিকে, স্টলগুলোতে প্রদর্শন করা হয়েছে বাহারি বৃক্ষ। যেখানে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের সমারোহ।
দিন যত বাড়বে, দর্শনার্থীদের সমাগম আরও বাড়বে বলে মনে করে ছিলেন আয়োজকরা। কিন্তু
শেষ মূহুর্তের ঘটনা চিত্র ভিন্ন দেখা গিয়েছে।
bdnewseu/18July/ZI/bhola