• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ধনবাড়ীতে কোটা আন্দোলনকারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

ধনবাড়ীতে কোটা আন্দোলনকারিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধাদের মানববন্ধন।কোটাবিরোধীদের বিতর্কিত স্লোগান ‘আমি কে, তুমি কে রাজাকার, রাজাকার’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ৷ টাংগাইলে ধনবাড়ী উপজেলায় স্বঘোষিত রাজাকারদের দেশ ছাড়ার দাবিতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কটাক্ষের প্রতিবাদে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে এ মানববন্ধন করে।গতকাল দুপুরে ধনবাড়ী বাসষ্ট্যান্ড চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ধনবাড়ী উপজেলা কমান্ডে’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।

বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আনোয়ার হোসেন কালু’র সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হযরত আলী মেলেটারী, ইউসুফ আলী, আব্দুল মজিদ, মো. আব্দুল হাই, রেজাউল হক, মোকছেদ আলী বিএসসি, ইদ্রিস আলী, আব্দুল উরফ প্রমুখ।

বক্তরা বলেন, ‘চাকুরির নামে কোটা আন্দোলনকারীরা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সর্বত্র কটাক্ষ করে অন্দোলনে অংশ নিচ্ছে। আমরা মুক্তিযোদ্ধা হিসাবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে এদেশে স্বাধীনতা পেয়েছি। রাজাকাররা কোটা আন্দোলনকারীদের নানাভাবে উস্কানী দিয়ে আবারও তাঁরা এ দেশে দখল করে সুযোগ-সুবিধা গ্রহণ করতে চায়। তাদের এই সুযোগ বাংলার মাটিতে আর দেওয়া হবে না বলে জানান বক্তরা।’

ধনবাড়ী উপজেলা প্রেসক্লাব এর সাধারণত সম্পাদক জহিরুল ইসলাম মিলন জানান, স্বাধীন বাংলার মাটিতে যারা নিজেদের ‘রাজাকার’ বলে পরিচয় দেয় তাদের সঙ্গে এই বাংলার কোনো সম্পর্ক থাকতে পারে না । তাদের এদেশ ছাড়তে হবে। কোটাবিরোধী আন্দোলনের নামে দেশবিরোধী বা দেশদ্রোহী যে আন্দোলন চলমান, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানান।

এছাড়া রোববার রাতে যারা নিজেদের রাজাকার ঘোষণা করেছে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করারও দাবি জানান তিনি। এদের নব্য রাজাকার উল্লেখ করে স্বাধীনতা ও বীরমুক্তিযোদ্ধাদের অসম্মানজনক বক্তব্যে প্রতিবাদও জানান মিলন।
bdnewseu/16July/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ