ভোলায় শ্যালকের পর দুলাভাই ৩৯ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার।ভোলার বোরহানউদ্দিনে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আলাউদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। অদ্য ১৪ জুলাই (রবিবার) ভোররাতে উপজেলার হাকিমুদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক আলাউদ্দিন ভোলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের মৃত আজাহার মীরের ছেলে। এর একমাস আগে আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিন কে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছিল বোরহানউদ্দিন থানা পুলিশ।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার মামুন-অর-রশিদ (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম হাকিমুউদ্দিন বেড়িবাঁধ এলাকা থেকে ৯ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলাউদ্দিনকে আটক করা হয়। আটক মাদক কারবারি ঢাকা থেকে তাসরিফ ১৪ লঞ্চযোগে ভোলায় আসছিল।
এর ২ মাস আগে বোরহানউদ্দিন থানার পুলিশ ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আলাউদ্দিনের শ্যালক শাহাবুদ্দিনকে আটক করেছিল। পুলিশ বলছে, তারা শ্যালক- দুলাভাই একত্রিত হয়ে মাদক কারবার করে।
তবে এই বিপুল পরিমাণ মাদক আলাউদ্দিন কোথায় নিয়ে যাওয়ার জন্য ঢাকা থেকে নিয়ে এসেছিল তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি পুলিশ।
bdnewseu/15July/ZI/bhola