• রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভিয়েনা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত – চ্যান্সেলর কার্ল সমুদ্রে উদ্ধার কাজ অনিয়মিত অভিবাসনকে উৎসাহিত করে না: ফ্রন্টেক্স প্রধান ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা দেশজুড়ে ছাত্র- জনতার ‘শহীদী মার্চ’ ভোলায় র‍্যালি নারী ও শিশুসহ আটককৃত নিরাপরাধ “বম” দের মুক্তি দাবি দেশের ৫৫ নাগরিকের সেনা নিরাপত্তায় গাজীপুরে পোশাক কারখানা চালু দেশের প্রধান নির্বাচন কমিশনার সহ বাকী চার কমিশনারের পদত্যাগ দেশের বন্যার ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা প্রদান করার আশ্বাস দিয়েছে জাপান বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন বৃটিশ হাইকমিশনার বৈষম্য বিরোধী ও ছাত্র-জনতার গণ আন্দোলনে এখন পর্যন্ত ৮০০ শহীদের নাম পাওয়া গেছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ধনবাড়ীতে ২০ কেজি গাজা সহ গাজা ব্যবসায়ী আটক হওয়ার অভিযোগ

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

ধনবাড়ীতে ২০ কেজি গাজা সহ গাজা ব্যবসায়ী আটক হওয়ার অভিযোগ।টাংগাইলে ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের জাম তলা এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী‘কে গ্রেফতার করে ধনবাড়ী থানা পুলিশ।গতকাল রাত ১০ টার দিকে মো: মজনু শেখ (৪০) কে মুশুদ্দি পূর্ব পাড়া জামতলা নামক স্থান থেকে ২০ কেজি গাজা সহ গ্রেফতার করা হয়। তিনি মুশুদ্দি ইউনিয়ন এর মুশুদ্দি পূর্ব পাড়া গ্রামের  নিবাসী আ: বারী এর ছেলে ।অভিজান পরিচালনা কারী এস আই জাহাঙ্গীর আলম বলেন, আমরা প্রায় ৫-৬ ঘন্টা অভিজান পরিচালনা করে এই ধুর্ত পুরুষ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করি আমার ৪ জনার একটি টিম কাজ করেছিলাম।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ধনবাড়ী থানা থেকে মাদক নির্মুলে বিশেষ অভিযান পরিচালনা করছি। এরই ধারা বাহিকতায় ধনবাড়ী থানার একটি আভিযানিক দল এসআই জাহাঙ্গীর আলম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি পূর্ব পাড়া এলাকার জামতলা সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোষ্ট পরিচালনা করে এবং এই পুরুষ কে ২০ কেজি গাজা সহ গ্রেফতার করে।আসামীর কাছ থেকে যে  ২০ কেজি গাঁজা পাওয়া যায় তার অবৈধ বাজার মূল্য অনুমান ২০-২৫ লক্ষ টাকা।

তিনি আরও বলেন,গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে একজন মাদক কারবারী চক্রের সদস্য। আসামী মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। এই পুরুষ একটি বস্তার ভিতরে এই ২০ কেজি গাজা আনেন।মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ধনবাড়ী থানার মামলা নং ০-৪ তারিখ – ১৪-০৭-০৭২০২৪ ধারা -৩৬(১) সারনির ১৯(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়।

bdnewseu/14July/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ