জার্মানি পেনাল্টি পেল না হাতে বল লাগার পরও যে কারণে ।ম্যাচের তখন ১০৫ মিনিট, জামাল মুসিয়ালার নেওয়া শট হাতে লাগে স্পেন ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার। সাথে সাথে মুসিয়ালা রেফারিদের দিকে ছুটে গেলেন পানেল্টির আবেদন নিয়ে। তবে রেফারি অ্যান্টনি টেইলর ইশারা দিয়ে বুঝিয়ে দিলেন এটা পেনাল্টি না। ভিএআরেও অটল থাকে রেফারির সিদ্ধান্তেই। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কিন্তু ইউয়েফার আইন কী বলে এই সিদ্ধান্ত নিয়ে? ইউয়েফার নিয়ম বলছে রেফারির নিয়েছেন সঠিক সিদ্ধান্তই। কুকেরেয়ার হাতে বল যখন হাতে লাগে তখন তার হাতের অবস্থান ছিল নিজের শরীরের সঙ্গে লম্বালম্বি। এমন অবস্থানে থাকলে পেনাল্টি দেওয়া হবে না বলেই টুর্নামেন্ট শুরুর আগে জানিয়ে দিয়েছিলেন ইউয়েফা রেফারি প্রধাণ রোবের্তো রোসেত্তি। তাই হাতে লাগার পরও সেটি পেনাল্টি পায়নি জার্মানি।
তবে শেষ ষোলোতে দেখা গেছে ভিন্ন চিত্র। প্রায় একই রকম অবস্থায় ডেনমার্ক ডিফেন্ডার জোয়াকিম এন্ডারসনের বেলায় পেনাল্টির কল দিয়েছিলেন রেফারি। তখন লম্বা সময় ভিএআর চেকের পর ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। এর পেছনের কারণ হিসেবে ব্যাখ্যা দেওয়া হয় এন্ডারসেনের হাত ছিল আড়াআড়িভাবে। টুর্নামেন্ট শুরুর আগেই ইউয়েফা থেকে এই নিয়মের কথা জানিয়ে দেওয়া হয়েছিল।
তাতে দুই বেলায় দুই রকম সিদ্ধান্ত আসলেও রেফারিরা ইউয়েফার নিয়ম মেনেই সিদ্ধান্ত দিয়েছেন। যা নিয়ে সমালোচনা হলেই নিয়ম বলছে সঠিক।source-Tsports
bdnewseu/6July/ZI/Sports