• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

নিজ বসৎ ঘরেই মা জবেদা খাতুনের, দাফন সম্পন্ন করা হলো ভোলায়।ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৮৫) নামের এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিরজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়।পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের আত্মীয় স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি।

পরবর্তীতে গত ৩ জুলাই (বুধবার) ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে অদ্য (বৃহস্পতিবার) ৪ জুলাই এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোন অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুন’সহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনো জায়গা জমি না থাকায় আজ এই বৃদ্ধগ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভলো থাকে সেজন্য আমরা এলাকাবাসিরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

এবং এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় কবরটি বাউন্ডারি করার কাজ চলমান রয়েছে। জবেদা খাতুন এর দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

bdnewseu/4July/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ