• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ভোলায় ৪১জন ইউপি সচিবকে একযোগে বদলির- আদেশ স্পেনের বালিয়ারিক থেকে ৬৪১ অনিয়মিত অভিবাসী উদ্ধার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে লাখ লাখ মানুষের ঢল ঝালকাঠিতে জনপ্রিয় হয়ে উঠেছে মাল্টা চাষ অত্যাশ্চর্য প্রত্যাবর্তনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ট্রাম্প চীনের নভোচারীরা মহাকাশ থেকে প্রায় ৩৫ কেজি নমুনা নিয়ে পৃথিবীতে নিরাপদে ফিরলেন ইসরায়েলের গোপন নথি চুরি : নেতানিয়াহুর সহকারীসহ গ্রেপ্তার ৩ বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও উন্নয়নে নতুন উদ্যোগ ইংলিশ চ্যানেল পেরিয়ে যুক্তরাজ্যে ৩০ হাজারের বেশি অভিবাসী ভোলার চরফ্যাশনে বজ্রপাত ও পানিতে ডুবে চারজনের মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ধনবাড়ীতে সঙ্গবদ্ধ মোটরসাইকেল চোর চক্র গ্রেফতার

জহিরুল ইসলাম মিলন (ধনবাড়ী) টাংগাইলে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

ধনবাড়ীতে সঙ্গবদ্ধ মোটরসাইকেল চোর চক্র গ্রেফতার।টাঙ্গাইলের ধনবাড়ীতে বেশ কিছুদিন যাবত মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছিলো । মানুষ মসজিদ মার্কেট বাজার বা বাসাবাড়িতে মোটরসাইকেল রেখে ভেতরে প্রবেশ করতে না করতেই নিমিষেই মোটরসাইকেল হাওয়া হয়ে যেত । এই অসহনীয় চোরের অত্যাচারে মানুষের অতি প্রয়োজনীয় এবং সৌখিন বাহন হারিয়ে ধনবাড়ীতে এক আতংক বিরাজ মান ছিল । গতকাল রাতে ধনবাড়ীর পুরাতন থানার পূর্ব পাশে আব্দুল মজিদের বাসায় মোটরসাইকেল চুরি হয় ।

ভাগ্যক্রমে বাসায় সিসিটিভি লাগানো ছিল । চোর চক্র প্রথমেই সেটা খেয়াল করতে পারে নাই । পরবর্তীতে মোটরসাইকেল মালিক ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে ধনবাড়ী থানা কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজন আসামি ধরতে সক্ষম হয় ।এর ই ধারাবাহিকতায় আসামিকে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ করে আরও চার জন চোরকে গ্রেফতার করতে সক্ষম হন এবং তাদের জিম্মায় থাকা তিন টি মোটরসাইকেল উদ্ধার করা হয় । আজ বৃহস্পতিবার গ্রেফতারকৃত মোট পাঁচ জন আসামিকে টাঙ্গাইল কোর্টে প্রেরণ করা হয়েছে । গ্রেফতারকৃত আসামিরা হলো ১. মোহাম্মদ আইয়ুব আলী বয়স ৩০ পিতা মৃত আবু সামা সাং চর দূর্গাপুর পোস্ট পোটলবাজার থানা কালিহাতী জেলা টাঙ্গাইল ।২. মোঃ আয়নাল হক বাবু বয়স ৪৯ পিতা মৃত মাফিজুল ইসলাম সাং সরুকচামান পোস্ট বদের বাজার থানা রাজারহাট জেলা কুড়িগ্রাম ৩. মোঃ আলাউদ্দিন বয়স ৫৫ পিতা মৃত হোসেন আলী সাং নিমাইমারি পোস্ট কাউনিয়ার চর থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর ৪. মোঃ ফরিদ মিয়া বয়স ২৫ পিতা মোঃ আক্তার হোসেন সাং চর মাগুরীহাট পোস্ট খোলাবাড়ি থানা দেওয়ানগঞ্জ জেলা জামালপুর ৫.জোবায়ের হোসেন পিতা ইজ্জত উল্লাহ সাং ইসলামপুর জেলা জামালপুর।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান বলেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সমাজের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে, এলাকায় কোন অপরিচিত লোকের সন্দেহ জনক আনাগোনা দেখলে স্হানীয় জনপ্রতিনিধি না হয় পুলিশকে অবহিত করতে হবে । জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ধনবাড়ী থানার পুলিশ সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবে ।

bdnewseu/4July/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ