ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে স্বাগতিক জার্মানি কোয়ার্টার ফাইনালে।খেলার ৪০ মিনিটের মাথায় ভারী বৃষ্টি ও বজ্রপাতের জন্য খেলা সাময়িকভাবে স্থগিত ছিল। শনিবার (২৯ জুন) জার্মানির ডর্টমুন্ড স্টেডিয়ামে ইউরো কাপ ২০২৪ এর দ্বিতীয় রাউন্ডের নক আউট রাউন্ডের (শেষ ষোল) একটি খেলায় স্বাগতিক জার্মানি ২-০ গোলে ডেনমার্ককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।ডর্টমুন্ডের সিগন্যাল ইদুনা পার্কে জার্মানি ও ডর্টমুন্ডের মধ্যে অনুষ্ঠিত খেলাটি প্রথমার্ধের ৩৬ মিনিটের সময় ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জন্য রেফারি মাইকেল অলিভার খেলাটি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।২৫ মিনিট বন্ধের পর পুনরায় খেলা শুরু হলে ডেনমার্কের ওপর আধিপত্য বিস্তার করে জয়লাভ করে জার্মানি।
খেলার শুরুতেই ডেনমার্কের জালে বল পাঠিয়েও গোল পায়নি জার্মানি। এরপর একের পর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ে ডেনমার্কের রক্ষণদেয়ালে। নিজেদের গুছিয়ে পাল্টা আক্রমণে জবাব দিচ্ছিল ডেনমার্কও। প্রথমার্ধে বৃষ্টির মাঝেই খেলা চলছিল। তবে প্রচণ্ড বজ্রপাত এবং বৃষ্টির তেজ বাড়তে থাকলে রেফারি খেলা বন্ধ করে দেন। খেলোয়াড়রা কিছুক্ষণ সাইডলাইনে অপেক্ষা করেন। এরপর দুই দলই টানেলে চলে যায়।
খেলায় বলের দখলে এগিয়ে ছিল স্বাগতিকরা। শতকরা ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা, যার ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে ডেনমার্কের ১১টি শটের দুটি লক্ষ্যে ছিল। দুর্দান্ত ডিফেন্ডিংয়ে ডেনমার্ককে গোলবঞ্চিত করে ম্যাচসেরা হয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টনি রুডিগার।
এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই ডেনমার্কের জালে বল পাঠিয়েছিলেন জার্মানির নিকো শ্লটারবেক। কিন্তু তার ঠিক আগের মুহূর্তে ফাউলের শিকার হন ডেনমার্কের আন্দ্রেস অলসের। এরপরের ছয় মিনিটে জার্মানদের তিনটি দারুণ আক্রমণ নস্যাৎ করে দেয় ডেনমার্ক। এরপর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে মন দেয় ডেনিশরা।
প্রথমার্ধে খেলার বিরতির ঠিক আগে ডেনমার্ক সেরা গোলের সুযোগটা পায়। কিন্তু ডি-বক্সে ঢুকে একা গোলরক্ষককে পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি ম্যানচেস্টার ইউনাইটেদের স্ট্রাইকার রাসমুস হয়লুন্দ।গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে ফের আক্রমণে জার্মানি। হাভার্টজের শট অল্পের জন্য ঠেকান ডেনিশ গোলরক্ষক, শ্লটারবেকের প্রচেষ্টা অল্পের জন্য ব্যর্থ হয়। ৪৮ মিনিটে জটলার মধ্য থেকে জার্মানির জালে বল পাঠান ইওয়াখিম আন্দেরসন। কিন্তু সেই গোল বাতিল করেন রেফারি। এর তিন মিনিটের মাথায় পেনাল্টি পায় জার্মানি।
ডেনিশদের বক্সের ভেতর আন্দেরসনের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পটকিকে বল জালে পাঠান হাভার্টজ (১-০)। খেলার ৫৯ মিনিটে মাঝমাঠে এক ছোঁয়ায় দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে স্প্রিঙতে সবাইকে পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে লক্ষ্যভষ্ট শট নিয়ে সুযোগ নষ্ট করেন হাভার্টজ। এর সাত মিনিট পর সহজ সুযোগ নষ্ট করেন হয়লুন্দ।
এর ঠিক পরপরেই ব্যবধান বাড়ান মুসিয়ালা। নিজেদের ডি-বক্সের সামনে থেকে হাওয়ায় ভাসিয়ে লম্বা থ্রু বল বাড়ান শ্লটারবেক। বলের পেছনে দৌড়ে সবাইকে হারিয়ে বল প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে গোল করেন বায়ার্ন মিউনিখের এই তারকা (২-০)। এই জয়ের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে জার্মানি।
bdnewseu/30June/ZI/EuroCup