চরফ্যাশনে বিদ্যুৎতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু ।ভোলার চরফ্যাশনে বিদ্যুৎতায়িত হয়ে ইয়াছ মিন (৩০) বছর নামের ৩ সন্তানের এক গৃহবধূর মৃত্যুর হয়েছে। অদ্য ২৮ জুন (শুক্রবার) সকাল ৭ টায় তার নিজ বাড়ীর উঠানে এ ঘটনা ঘটে। ইয়াছ মিন আমিনবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের নিরব হাওলাদারের স্ত্রী।
ইয়াছ মিনের আত্মীয় স্বজনরা গণমাধ্যমকে জানান, সকালে পরিবারিক কাজে বাড়ীর উঠানে গেলে পিচ্ছিল খেয়ে পড়ে পাশে থাকা বিদ্যুৎতে চার্জ দেওয়া অবস্থায় অটোরিকশার বিদ্যুৎতের তারে জড়িয়ে যায়। স্বামী ও মেয়ে দেখে দ্রুত তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই গৃহবধূর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
bdnewseu/28June/ZI/bhola