• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভারি বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে মারা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী

কক্সবাজার থেকে নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

ভারি বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে মারা গেছে অন্তঃসত্ত্বা স্ত্রীসহ স্বামী।ভারি বর্ষণের কারণে কক্সবাজার শহরের বাদশাহঘোনা এলাকায় পাহাড়ধসে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।শুক্রবার (২১ জুন) রাতের শেষ প্রহরের দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্বামী মুহাম্মদ আনোয়ার হোসেন ও স্ত্রী মায়মুনা আকতার। আনোয়ার স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ এলাকায় ভারি বর্ষণ শুরু হয়। এর ফলে পাহাড়ের বিশাল একটি অংশ ঘরের টিনের চালের ওপর পড়লে মুহূর্তেই এই দম্পতি মাটির নিচে চাপা পড়েন।

স্থানীয়দের অভিযোগ, পাহাড় ধসের বিষয়টি জানাজানি হলে ৯৯৯-এ কল দিয়েছিলেন তারা। তবে কোনো প্রতিকার পাওয়া যায়নি। পরে স্থানীয়রা মাটি সরিয়ে স্বামী স্ত্রী দু’জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল বাপের বাড়ি যেতে চেয়েছিলেন অন্তঃসত্ত্বা মায়মুনা আকতার। তবে বাড়ি যেতে নিষেধ করেন তার শাশুড়ি। রাতে প্রচণ্ড বর্ষণ শুরু হলে মধ্যরাতে তাদের অন্য ঘরে চলে যেতে বলেন স্বামী আনোয়ারের মা। কিন্তু, আনোয়ার কিছু হবে না জানিয়ে ঘুমিয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
bdnewseu/25June/ZI/Coxsbazar


আরো বিভন্ন ধরণের নিউজ