ফুটবল ম্যাচ চলাকালীন সময়ে দর্শকদের মাঠে প্রবেশ করা নতুন ঘটনা নয় ৷ একটু সুযোগ পেলেই কঠিন নিরাপত্তা ভেদ করে প্রিয় খেলোয়াড়দের কাছাকাছি ছুটে আসেন ভক্তরা। তবে পর্তুগালের শেষ ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোকে বেশ হেনস্তার মধ্য দিয়েই যেতো হয়েছে বিষয়টি নিয়ে, যা প্রশ্ন জাগায় টুর্নামেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তাতে টনক নড়েছে ইউয়েফার। মাঠে অনুপ্রবেশ রোধে জারি করেছে কঠোর শাস্তি।
গত শনিবার তুরস্কের বিরুদ্ধে পর্তুগালের জয়ের ম্যাচে প্রথমে মাঠে ছুটে আসেন ক্ষুদে এক ভক্ত। তার সাথে হাসিমুখেই ছবি তোলেন রোনালদো। এরপরই যেন ঢেউ বয়ে যায় ভক্তদের মাঠে প্রবেশ আর ছবি তোলার আবদারের। তাতে এক পর্যায়ে বিরক্তই হন পর্তুগাল অধিনায়ক।
এই ঘটনার প্রেক্ষিতে ইউয়েফা এক বিবৃতিতে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজানোর কথা জানিয়েছে। “স্টেডিয়ামে, মাঠে এবং দলের সুবিধার্থে নিরাপত্তা ও নিরাপত্তাই উয়েফা, ডিএফবি (জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন) এবং ইউরো ২০২৪-এর চূড়ান্ত অগ্রাধিকার। এই লক্ষ্যে টুর্নামেন্টের এই ধরনের ঘটনা রোধ করতে স্টেডিয়ামগুলোত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হবে।”ইউয়েফা আরও জানিয়েছে, কেউ মাঠে অনুপ্রবেশ করলে স্টেডিয়াম থেকে বহিষ্কার, টুর্নামেন্টের সব ম্যাচ থেকে নিষেধাজ্ঞার পাশাপাশি তার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক অপরাধমূলক অভিযোগ দায়ের করা হবে।
দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। জর্জিয়ার বিপক্ষেই তাই রোনালদো খেলবেন কিনা, তা নিয়ে তাই সংশয় রয়েছে। কারণ, কোচ রবের্তো মার্তিনেস এই ম্যাচে দলে বড় পরিবর্তন আনার আভাস দিয়েছেন।সূত্র-টি স্পোর্টস
bdnewseu/25June/ZI/Sports