• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

তুরস্ককে সহজেই ৩-০ গেলে পরাজিত করে রোনাল্ডোর পর্তুগাল শেষ ১৬ তে

Kabir Ahmed International desk bdneu
আপডেট : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

তুরস্ককে সহজেই ৩-০ গেলে পরাজিত করে রোনাল্ডোর পর্তুগাল শেষ ১৬ তে ।ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের এফ গ্রুপে শক্তিশালী পর্তুগাল তুরস্কের বিরুদ্ধে ম্যাচজুড়ে গোছানো ও ছন্দময় ফুটবল খেলে সহজ জয় লাভ করেছে।শনিবার (২২ জুন) জার্মানির ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্ক স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের খেলায় পর্তুগাল শুরুতে প্রতিপক্ষ তুরস্কের রক্ষণভাগের অগোছালো ও অমার্জনীয় খেলায় ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায়।জিতলেই গ্রুপ সেরা হয়ে নকআউটে- এই সমীকরণে মাঠে নামে দুই দল। প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে আসা পর্তুগাল দ্বিতীয় মিনিটে প্রথম সুযোগ পায়। তবে বাঁ দিক থেকে বের্নার্দো সিলভার ক্রসে রোনালদোর ভলি যায় গোলরক্ষক বরাবর।তবে সপ্তম মিনিটে সুবর্ণ সুযোগ হারায় গ্রুপের প্রথম খেলায় জর্জিয়াকে ৩-১ গোলে হারানো তুরস্ক। সতীর্থের দূরের পোস্টে নেওয়া ক্রসে খুব কাছ থেকে প্রয়োজনীয় টোকাটা দিতে পারেননি কেরেম আকতুরকোগলু।

প্রথমার্ধের খেলার ২১তম মিনিটে দারুণ এক ট্যাকলে দলকে বিপদমুক্ত করেন পর্তুগালের ৪১ বছর বয়সী ডিফেন্ডার পেপে। পরক্ষণেই এগিয়ে যায় তারা। বক্সে বাঁ দিক থেকে নুনো মেন্দেসের কাটব্যাক প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসার পর জোরাল শটে জালে পাঠান বের্নার্দো সিলভা (১-০)। পর্তুগাল জাতীয় দলের হয়ে বড় টুর্নামেন্টে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডারের প্রথম গোল এটি।

তারপর খেলার ২৮তম মিনিটে তুরস্কের ডিফেন্ডার আকায়দনের মারাত্মক ভুলে ব্যবধান দ্বিগুণ হয়। বক্সের বাইরে কোনো বিপদই ছিল না। গোলরক্ষকের দিকে না তাকিয়ে কী বুঝে ব্যাক-পাস দেন আকায়দন। গোলরক্ষক এগিয়ে এসেছিলেন পোস্ট ছেড়ে। তার পাশ দিয়ে বল জড়ায় জালে (২-০)। প্রথমার্ধে আর উল্লেখযোগ্য সুযোগ পায়নি কেউ।

বিরতির পর ৫৫তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে জয়ের পথে এগিয়ে যায় পর্তুগাল। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন রোনালদো। তার সামনে একমাত্র বাধা গোলরক্ষক, তবে আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার নিজে শট না নিয়ে পাস দেন পাশে থাকা ফের্নান্দেসকে। ফাঁকা জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার।

এই গোলে সহায়তা করে ইউরোর ইতিহাসে সর্বোচ্চ ৮ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করলেন পর্তুগালের বিশ্বখ্যাত
সুপারস্টার ক্রিস্টিয়ান রোনালদো। এতদিন রেকর্ডটি এককভাবে ছিল চেক প্রজাতন্ত্রের সাবেক উইঙ্গার কারেল পোবোর্স্কির ছিল।

তুরস্কের বিপক্ষে আগে তিন ম্যাচ খেলে কখনোই জালের দেখা পাননি রোনালদো। ৬৬তম মিনিটে সেই খরা কাটানোর আরেকটি সুযোগ আসে তার সামনে। কিন্তু বের্নার্দো সিলভার ক্রসে বক্সে ঠিকমতো হেড নিতে পারেননি ৩৯ বছর বয়সী তারকা।

৭০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন প্রথম ম্যাচে দুর্দান্ত এক গোলে তুরস্কের জয়ের নায়কদের একজন আর্দা গিলের। রেয়াল মাদ্রিদের এই টিনএজার এবার অবশ্য কিছু করে দেখাতে পারেননি। তার দলও পারেনি হার এড়াতে।

“ইউরো ২০২৪” এর ‘এফ’ গ্রুপে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে তুরস্ক। সমান ১ পয়েন্ট করে নিয়ে চেক প্রজাতন্ত্র তৃতীয় ও জর্জিয়া চারে আছে।

bdnewseu/25June/ZI/football

 


আরো বিভন্ন ধরণের নিউজ