ঝালকাঠি এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে উপজেলা প্রকৌশলীদের কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ঝালকাঠির নির্বাহী প্রকৌশলীর সাথে জেলার ৪টি উপজেলার প্রকৌশলীদের সাথে ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলীর মিলনায়তনে ঝালকাঠি এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের সভাপতিত্বে কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ হেল বাকি চৌধুরী, নলছিটি উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার ও কাঠালিয়া উপজেলা প্রকৌশলীর পক্ষে দিপুল কুমার বিশ্বাস এরা স্ব স্ব উপজেলার পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন। এসময় এলজিইডি বিভাগের কর্মকর্তাসহ স্টকহোল্ডাররা উপস্থিত ছিলেন। ২০২৪-২৫ অর্থবছরে জেলার ৪টি উপজেলায় ৬৩কিলোমিটার সড়ক, ৩৭৭টি ব্রীজ-কালভার্ট, ৪টি উপজেলায় ৪টি হাট-বাজার নির্মাণ, অবকাঠামো সংস্কার ৩০টি, জেলায় ৫০০ দুঃস্থ পরিবারের জন্য কর্মসংস্থান সৃষ্টি,
রক্ষনাবেক্ষনকৃত পাকা সড়কের সংস্কার ১১৩ কিলোমিটার, মোবাইল রক্ষনাবেক্ষন ৮০ কিলোমিটার, খননকৃত সেচ খাল ১২ কিলোমিটার পুনঃখনন এবং ইউজিপি মাধ্যমে মূল্যায়নকৃত দরপত্র ১৬৫টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে এর বাস্তবায়নের জন্য এই চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
bdnewseu/22June/ZI/zalokati