• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ইউরো কাপের উদ্বোধনী খেলায় জার্মানির সহজ জয়

Kabir Ahmed Diplomatic Correspondents, bdnewseu sports desk
আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪

ইউরো কাপের উদ্বোধনী খেলায় জার্মানির সহজজয়।
১৭তম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের (EURO 2024) উদ্বোধনী খেলায় স্বাগতিক জার্মানি ৫-১ গোলে স্কটল্যান্ডকে সহজেই পরাজিত করে।শুক্রবার (১৪ জুন) জার্মানির মিউনিখ শহরের’আলিয়াঞ্জ এরিনা’ স্টেডিয়ামে “ইউরো ২০২৪” এর পর্দা উঠেছে। জার্মানি গত তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ব্যর্থতার গ্লানি নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবলের যাত্রা অত্যন্ত ভালোভাবেই শুরু করেছে। জার্মানি এই পর্যন্ত তিনবার তাদের ঘরে ইউরো কাপ নিতে সক্ষম হয়েছে।

অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪ ফুটবলের বাছাই পর্বে দারুণ পারফরম্যান্স করে আশার আলো জ্বালিয়ে ইউরোপ সেরার মঞ্চে যোগ দেওয়া স্কটল্যান্ড। কিন্তু স্বাগতিক জার্মানির কাছে
‘এ” গ্রুপের প্রথম খেলায় তেমন কোনও পাত্তাই পেলো না স্কটিশরা। এই গ্রুপে আরও দুইটি দল হলো হাঙ্গেরি
ও সুইজারল্যান্ড।

ইউরো ২০২৪ এর ‘এ’ গ্রুপের উদ্বোধনী খেলার প্রথম
মিনিট থেকেই জার্মানি স্কটল্যান্ডের ওপর চড়াও
হয়ে খেলা শুরু করে। ঘড়ির কাঁটা তখনও এক মিনিট ছুঁতে ৬ সেকেন্ড বাকি। বুক ফুলিয়ে মিউনিখ ফুটবল অ্যারেনায় নামা স্কটল্যান্ডকে হুঁশিয়ারি বার্তা পৌঁছে দেয় জার্মানি। মাঝমাঠ থেকে অ্যান্তনিও রুদিগারের লম্বা ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন ফ্লোরিয়ান উইর্টজ। তারপর বাঁ পায়ের শট নেন লক্ষ্যে, স্কটিশ গোলকিপার আনগুস গুনের মুখে লেগে বল দিকভ্রষ্ট হয়। অবশ্য ততক্ষণে অফসাইডের বাঁশি বেজে গেছে।

প্রথম মিনিটেই গোল না খেলেও স্কটল্যান্ডের মনোবলে বড় ধাক্কা লেগেছিল। রক্ষণভাগের খেলোয়াড়রা একটু বেশিই জায়গা রাখছিলেন। তারই সুযোগ নিয়ে ১০ মিনিটে এগিয়ে যায় জার্মানি। ইলকে গুন্দোয়ানের লম্বা ক্রসে বক্সের ডান প্রান্ত থেকে বল বাড়িয়ে দেন জোশুয়া কিমিখ। ডিবক্স থেকে শক্তিশালী শট নেন উইর্টজ। গুন ডানহাত বাড়িয়ে বল ঠেকিয়েছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। বল বাঁ পাশের পোস্টে লেগে জালে জড়ায়
(১-০)। ফলে জার্মানির জাতীয় বুন্দেসলিগার মৌসুমের সেরা ফুটবলারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

১৯৭২ সালে গার্ড মুলার ও ১৯৮০ সালে কার্ল-হেইঞ্জ রুমেনিগের পর তৃতীয় জার্মান খেলোয়াড় হিসেবে ইউরোর প্রথম গোল করলেন বেয়ার লেভারকুসেনের(Lever kusen) জার্সিতে বুন্দেসলিগা জয়ী উইর্টজ। এছাড়া ২১ বছর ও ৪২ দিন বয়সী মিডফিল্ডার এই টুর্নামেন্টে জার্মানির সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন।

ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় লাগেনি জার্মানিদের। ১৯ মিনিটে গুন্দোয়ানের পাস ধরে বক্সে ঢুকেছিলেন কাই হ্যাভার্জ। ছোট বক্সের সামনে থেকে প্রতিপক্ষ ডিফেন্ডারের বাধার মুখে ব্যাকপাস দেন তিনি। জামাল মুসিয়ালা বল পায়ে রেখে ঠাণ্ডা মাথায় উঁচু শটে জাল কাঁপান।

তারপর খেলার ২৪ মিনিটের মাথায় মুসিয়ালা বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন। রেফারি ক্লেমন্ত তুর্পিন পেনাল্টির বাঁশি বাজান। তবে স্কটিশ খেলোয়াড়দের দাবির মুখে পেনাল্টি চেক করেন, আগের সিদ্ধান্ত পাল্টে ফ্রি কিক দেন তিনি। ১৮ মিটার দূরে থেকে নেওয়া হ্যাভার্জের ফ্রি কিক সহজে রুখে দেন স্কটল্যান্ড কিপার।

হ্যাভার্জ ৩৩ মিনিটে লক্ষ্যভেদ করলেও বল নিয়ন্ত্রণে নেওয়ার সময় হাতে লাগলে হতাশ হতে হয় তাকে। আর্সেনাল ফরোয়ার্ড বিরতিতে যাওয়ার আগে ঠিকই ব্যবধান ৩-০ করেন। গুন্দোয়ানের হেড গুন ফিরিয়ে দিয়েছিলেন। ফিরতি শট নিতে গিয়ে রায়ান পোর্টিয়াসের বিপজ্জনক ট্যাকলের শিকার হন গুন্দোয়ান।

রেফারি পেনাল্টি চেক করে জার্মানির পক্ষে রায় দেন। স্পট কিক থেকে হ্যাভার্জ করেন দলের তৃতীয় গোল।৪০ বছর পর ইউরোর গ্রুপ পর্বে প্রথম দল হিসেবে বিরতির পূর্বে তিন গোল করার রেকর্ড গড়লো জার্মানি। এর আগে ১৯৮৪ সালে বেলজিয়ামের বিপক্ষে ফ্রান্স সমান সংখ্যক গোল করেছিল।

বিরতির পর খেলার দ্বিতীয়ার্ধেও স্কটিশরা কোনও প্রতিরোধ গড়তে পারেনি আক্রমণাত্মক জার্মানদের
বিরুদ্ধে। খেলার ৬৩ মিনিটে হ্যাভার্জের বদলি হয়ে মাঠে নামার পাঁচ মিনিট যেতেই রকেট গতির শটে জাল কাঁপান নিকলাস ফুলক্রুগ। সতীর্থের ব্যাকপাস থেকে বল পেয়েই ডানপায়ের উঁচু কোনাকুনি শট নেন, গুন ঠেকানোর কোনও সুযোগ পাননি।

তারপর ৭৬ মিনিটে ফুলক্রুগ আরেকবার জালে বল জড়ান। থমাস মুলারের বাঁকানো ক্রস ধরে তার শট গোলকিপারের গায়ে লেগে লক্ষ্যভেদ হয়েছিল। কিন্তু তাকে হতাশ হতে হয়। মুলার বল ভাসানোর মুহূর্তে অফসাইডে ছিলেন ফুলক্রুগ। স্কটল্যান্ড মূল সময় শেষ হওয়ার তিন মিনিট আগে জার্মানির আত্মঘাতী গোলে এক গোলের ব্যবধান কমায়। জার্মানির রুদিগার করেন আত্মঘাতী গোল। ফ্রি কিক থেকে স্কট ম্যাককেন্নার হেড বিপদমুক্ত করতে গিয়ে নিজের জালেই বল জড়ান তিনি (৪-১)। তারপর জার্মানির
এমেরি কান তিন মিনিটের ইনজুরি টাইমের শেষ মুূহূর্তে করেন দলের পঞ্চম গোল (৫-১)। ছোট ডি বক্সের সামনে থেকে উঁচু শটে গোলপোস্টের ডান দিক দিয়ে জালে বল জড়ায়।

ফলাফল:
জার্মানি – স্কটল্যান্ড ৫:১(৩:০)
মিউনিখ, আলিয়াঞ্জ এরিনা, ৬০,০০০ দর্শক, রেফারি ক্লেমেন্ট টারপিন

গোল: ১:০ (১০তম) উইর্টজ, ২:০(১৯তম) মুসিয়ালা, ৩:০ (৪৫তম+১) হাভার্টজ (পেনাল্টি), ৪:০ (৬৮তম) ফুলক্রুগ,৪:১(৮৭তম) রুডিগার , ৫:১ (৯০.+৩) পারে।

লাল কার্ড: পোর্টিয়াস (৪৪’/ফাউল)

হলুদ কার্ড: অ্যান্ড্রিচ, তাহ এবং রালসটন।

জার্মানি: নিউয়ের – কিমিচ, রুডিগার, তাহ, মিটেলস্ট্যাড – আন্দ্রিচ (৪৬তম গ্রোস), ক্রুস (৮০তম ক্যান) – মুসিয়ালা (৭৪তম মুলার), গুন্ডোগান, উইর্টজ (৬৩তম সানে) – হাভার্টজ (৬৩তম ফুলক্রুগ)

স্কটল্যান্ড: গান – পোর্টিয়াস, হেন্ড্রি, টিয়ারনি (৭৮তম ম্যাককেনা) – রালস্টন, ম্যাকটোমিনে, ম্যাকগ্রেগর (৬৭তম গিলমার), রবার্টসন – ক্রিস্টি (৮২তম শ্যাঙ্কল্যান্ড), অ্যাডামস (৪৬তম হ্যানলি), ম্যাকগিন (৬৭তম ম্যাকলিন)।

bdnewseu/15June/ZI/eurocap


আরো বিভন্ন ধরণের নিউজ