ধনবাড়ী পৌরসভার মেয়রকে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সম্মাননা প্রদান ।টাঙ্গাইল জামালপুরের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের পক্ষ থেকে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভার সুযোগ্য মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল কে সাহিত্য সম্মাননা প্রদান করা হয় । ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত মোহাম্মদ ইমাম হাসান সোহান ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিলন এবং ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান কে সাথে নিয়ে এই সম্মাননা প্রদান করেন । ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মারুফ রানা রনি , ধর্ম বিষয়ক সম্পাদক রনি, বিভিন্ন ওয়ার্ডের কমিশনার সহ গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পৌরসভার মেয়র মহোদয়কে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের এই সম্মাননা প্রদানের পর মেয়র মনিরুজ্জামান বকল বলেন ‘
ধনবাড়ীতে এই ধরনের সৃজনশীল সাহিত্য চর্চার খুব প্রয়োজন । বর্তমানে সামাজিক অবক্ষয় চরম আকার ধারণ করেছে, এই পরিস্থিতি মোকাবেলায় শিশু কিশোর যুবক সহ সকল বয়সের মানুষকে সাহিত্য চর্চায় উৎসাহিত করতে হবে ‘ । ধনবাড়ীতে ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সৃজনশীল সাহিত্য চর্চার সকল উদ্যোগের পাশে থাকার কথা জানান পৌর মেয়র মুহাম্মদ মনিরুজজামান বকল ।
এ সময় তিনি ঝিনাই বৈরান সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ ইমাম হাসান সোহান কে এরকম একটি সৃজনশীল সাহিত্য পরিষদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধুবাদ জানান ।
bdnewseu/13June/ZI/donbari