• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ এর চাল বিতরন

Zahirul Islam Milon , Donbari
আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র পরিবার মা‌ঝে ভিজিএফ এর চাল বিতরন ।টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ হতদরিদ্র অসহায় প‌রিবার‌দের মা‌ঝে দেওয়া হ‌চ্ছে ভিজিএফ এর চাল।বুধবার (১২ জুন ২০২৪) সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ভিজিএফ এর এ চাল বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস ,ধনবাড়ী উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম মিলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ , পৌর কাউন্সিলরগন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।ভিজিএফের এ চাল সবাইকে ধনবাড়ী পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আপনা‌দের দেওয়া হ‌চ্ছে ।

ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন জানান, ভিজিএফের চাল ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৮৪৪৩ জন ও পৌর সভায় ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে।মোছাঃ সা‌লেহা বেগম বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো বাচ্চাদের‌কে নিয়ে কদিন পরে ঈদ। পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি।

আরেক দিনমজুর মোঃ জ‌মির আলী বলেন, গত কয়েকদিন ধরে তেমন কাম কাজ নাই। ঘরে খাবার নাই। পৌরসভার মাধ‌্যমে বিনামূল্যে আজ চাল পেয়ে ভালো লাগলো।

বিনামূল্যে ভিজিএফ এর চাল উপহার হিসেবে পেয়ে ধনবাড়ী উপ‌জেলার অসহায় সকল মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট ।

bdnewseu/12June/ZI/donbari


আরো বিভন্ন ধরণের নিউজ