ঝালকাঠিতে তৈল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের মধ্যে ৫জনকে পুরস্কার প্রদান।২০২৩-২০২৪ অর্থ বছরে ঝালকাঠি জেলায় তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য তৈল উৎপাদনের জন্য ৫জন কৃষক কৃষানীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়েছে। মঙ্গল বার বেলা সাড়ে ১২টায় জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের খামার বাড়ি প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মধ্যে নগদ অর্থের পুরস্কার তুলে দেয়া হয়েছে।
জেলার ৪টি উপজেলার ভিতর তৈল জাতীয় ফসল উৎপাদনকারী দেড় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এই জেলায় চিনা বাদাম, তিল, সরিষা ও সূর্যমুখী এ জাতীয় তৈল ফসল উৎপাদন হচ্ছে। ঝালকাঠির জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং অন্যদের মধ্যে আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার মোঃ জাকির হোসেন তালুকদার, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক রিফাত সিকদার ও জুনিয়র মনিটরিং এন্ড রিপোর্টিং স্পেশালিষ্ট মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। ৫জন পুরস্কার প্রাপ্ত কৃষকদের মধ্যে ১ম হয়েছে ঝালকাঠি সদর উপজেলার গরংগল গ্রামের মোঃ শাহিন তালুকদার, ২য় হয়েছে রাজাপুর উপজেলার বাসবুনিয়া গ্রামের কৃষানি ঝুমুর রানী, ৩য় যুগ্মভাবে ঝালকাঠি জেলার সদর উপজেলার দেউরি গ্রামের মোঃ মিলন হাওলাদার ও রাজাপুর উপজেলার ফুলহরি গ্রামের মোঃ কবির হোসেন ও একই উপজেলার বামুনকাঠি গ্রামের মোঃ রবিউল ইসলাম।
এরপূর্বে রিফাত সিকদার উপস্থিত ৪ উপজেলার তৈল জাতীয় ফসল উৎপাদনকারী কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধির জন্য করনীয় বিষয় প্রশিক্ষণ প্রদান করেন।
bdnewseu/12June/ZI/bhola