• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা বৃদ্ধির আশা মির্জা ফখরুলের

Kabir Ahmed International desk bdneu
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের সাথে গণতান্ত্রিক চর্চা বৃদ্ধির আশা মির্জা ফখরুলের।বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতের নতুন সরকার, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের ভিত্তি হিসেবে, বাংলাদেশে গণতন্ত্র অন্বেষণে জোর দেবে বলে বিএনপি প্রত্যাশা করে।সোমবার (১০ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, “ভারতে যে গণতান্ত্রিক মানদণ্ড অনুযায়ী যেখানে নাগরিকরা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে এবং যেখানে নির্বাচন কমিশন ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করে, একই মান অর্জনের জন্য এদেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে।”

এই লক্ষ্য অর্জনে এবং একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তাদের দল কাজ করে যাচ্ছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, “ভারতের নতুন সরকারের কাছ থেকে আমরা যা আশা করি; তা হলো, তারা বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা-কে সম্মান করবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, “ভারত নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী প্রতিবেশী দেশ।”

bdnewseu/11June/ZI/India


আরো বিভন্ন ধরণের নিউজ