• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Kabir Ahmed International desk bdneu
আপডেট : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার করেছেন ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১০ জুন) সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদনএক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আগামী দিনগুলোতে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর হবে বলে দুই নেতা আশা প্রকাশ করেছেন।”উল্লেখ্য যে,টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রবিবার (৯ জুন) নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাছান মাহমুদ জানান, অত্যন্ত উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় আসীন হয়েছে। তিনি জানান, দুই নেতা পরে ভারতের রাষ্ট্রপতি ভবনে, সে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া ভোজসভায় অংশ নেন।দুই দেশের পারস্পরিক প্রত্যাশার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, “দুই দেশের মধ্যে অনেক বিষয় জড়িত। একসঙ্গে কাজ করার কিছু সুফল রয়েছে। এছাড়া, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে যোগাযোগসহ উভয় দেশের জনগণ নানাভাবে উপকৃত হচ্ছে।”

হাছান মাহমুদ আরও বলেন,“আমাদের বহুমুখী গভীর সম্পর্ক আরো সম্প্রসারিত হবে এবং এটি আরো গভীর হবে।” ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাঈমুল ইসলাম খান ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

এদিকে রবিবার রাষ্ট্রপ্রতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর সোমবার নয়াদিল্লিতে কংগ্রেস সভানেত্রী ও সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী.শেখ হাসিনা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদ রাহুল গান্ধী ও কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

কংগ্রেসের তরফে এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, হাসিনাকে আলিঙ্গন করছেন সোনিয়া-প্রিয়াঙ্কা। রাহুলকেও জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান হাসিনা। কংগ্রেস হাইকমান্ড সূত্রে জানানো হয়েছে, ভারত-বাংলাদেশ মৈত্রীকে আরও মজবুত করতে দুই নেত্রীর অত্যন্ত অর্থপূর্ণ আলোচনা হয়েছে।

bdnewseu/11June/ZI/PM


আরো বিভন্ন ধরণের নিউজ