• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

টেকনাফে ভূমি’সেবা সপ্তাহ, অনুষ্ঠানের মিষ্টিতে ভেজাল, ফুলকলিকে জরিমানা ৩০ হাজার

Zobairul Islam Jewel, ( Coxsbazar) Teknaf
আপডেট : শনিবার, ৮ জুন, ২০২৪

টেকনাফে ভূমি’সেবা সপ্তাহ, অনুষ্ঠানের মিষ্টিতে ভেজাল, ফুলকলিকে জরিমানা ৩০ হাজার। কক্স বাজারের টেকনাফেও সারা দেশের ন্যায় ভূমি’সেবা সপ্তাহ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) সকালে টেকনাফ ভূমি অফিসের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আয়োজ কদের স্লোগান ছিল স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক ” টেকনাফ সদর ইউনিয়ন ভূমি সহকারী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান, উপজেলা খাদ্য কর্মকর্তা সাইফুল্লাহ হাবিব, টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাঁশি রাম দে প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্মার্ট নাগরিকদের জন্য স্মার্ট ভূমি’সেবা দিয়ে যাচ্ছে সরকার। এখন থেকে আপনারা নিজের ঘরে বসে আপনাদের জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ সব কিছু অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। তিনি আরো বলেন, ভুমি সেবা নিতে এসে আপনারা কোন দালালের আশ্রয় নিবেন না। সরাসরি আমাদের বরাবরে আসলে সরকারি বিধি অনুযায়ী সব সেবা পাবেন। দালালেরা আপনাদের মিথ্যা আশ্বাস দিয়ে আপনাদের মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অহরহ অভিযোগ মানুষের মুখে মুখে। ভবিষ্যতে এরকম কেউ প্রতারণার শিকার হলে আমাদের বরাবরে অভিযোগ করবেন। আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

এদিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ( ভূমি সহকারী কর্মকর্তা) না থাকায় গুরুত্বপূর্ণ কাগজপত্র যত্নহীন হয়ে পড়েছে,বেচাকেনা হচ্ছে অফিস সহকারীদের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাগজপত্র মোবাইলের মাধ্যমে ছবি তুলে পাঠানো হচ্ছে হোয়াটসঅ্যাপ এ,দায়িত্বশীল কেউ নেই আছে শুধু অফিস সহকারী এমনকি ভূমি অফিসে সেবার নামে চলছে মোবাইল ফোনে নানা অনিয়ম নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন টেকনাফ ভূমি অফিসের কানুনগো কালী চরণ (দাস) ও সহকারী ( ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হেলাল উদ্দীনকে টাকার ইঙ্গিত না দিলে ফাইল পাস হয় না।
এই বিষয়ে কানুনগো ও তহসিলদার হেলাল’কে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন ধরেননি।

তবে অনেকেই নবনিযুক্ত টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সৈয়দ সাফকাত আলীর প্রশংসা ও করেন, তারা বলেন নতুন এসিল্যান্ড স্যার একজন অত্যন্ত ভাল একজন মানুষ, মানুষ অফিসে দেখলেই ডেকে জিজ্ঞেস করেন কোন সহযোগিতা লাগবে কি না।
এদিকে অনুষ্ঠান শেষে ভুমিসেবা সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের জন্য সামান্য নাস্তার ব্যবস্থা করা হয়। ওই নাস্তা মেয়াদ উত্তীর্ণ ধরা পড়ায় সাথে সাথে নাস্তা সরবরাহ কারি প্রতিষ্ঠান ” ফুলকলি ” টেকনাফ শাপলা চত্বর শাখাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি আরো কয়েকটি দোকানে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার আইনে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সৈয়দ সাফকাত আলী।

bdnewseu/8June/ZI/tnaf

 


আরো বিভন্ন ধরণের নিউজ