• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ঝালকাঠি জেলায় বরাদ্দের স্বল্পতা নিয়ে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে

Badhon Roy, Zalokati
আপডেট : বুধবার, ৫ জুন, ২০২৪

ঝালকাঠি জেলায় বরাদ্দের স্বল্পতা নিয়ে খাদ্য সহায়তা বিতরণ শুরু হয়েছে।ঝালকাঠি জেলায় ঘূণিঝড় রেমালের প্রভাবে বিভিন্ন সেক্টরে ১১৫ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকার ক্ষয়ক্ষতি নিরূপন করা হয়েছে। বন্যা শুরুর সাথে সাথে জেলায় প্রাথমিকভাবে সরকার ২৫ লাখ টাকা, ৩০০ মেট্রিক টন জিআর চাল, শিশু খাদ্য জন্য ১০ লাখ টাকা, গো খাদ্যের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং পরবর্তীতে শিশু খাদ্য জন্য ৫ লাখ টাকা, গো খাদ্যের জন্য ৫ লাখ টাকা ও ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। জেলায় প্রাপ্ত ৫০ লাখ টাকা ও ৩৯০ মেট্রিক টন চাল জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় উপবরাদ্দ দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তুলনায় অপ্রতুল এই সহায়তা নিয়ে জেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে খাদ্যশস্য বিতরণ শুরু হয়েছে।

ঝালকাঠি জেলার ৪টি উপজেলা ও ২টি পৌরসভায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বরাদ্দ সাপেক্ষে ক্ষতিগ্রস্থদের সংখ্যা অনুযায়ী বিভাজন করে ৫ থেকে ২০ কেজি পর্যন্ত খাদ্যশস্য বিতরন করা যাবে মর্মে নীতিমালা দেয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের সংখ্যা অনুযায়ী বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণ কম হওয়ায় ৫ কেজি থেকে সর্বোচ্চ ১০ কেজি খাদ্যশস্য কোন পরিবারকে দেয়া সম্ভব হবে ন। ঝালকাঠি পৌরসভায় ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে এবং ১৫০০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

শুধুমাত্র জেলায় ৩৯ হাজার ৭৩৭টি পাকা, আধাপাকা ও কাচা ঘরবাড়ির আংশিক কিছু অংশ সম্পূর্ণ ও আংশিক ক্ষতি হয়েছে। অন্যান্য কৃষি, মৎস্য, বনায়নসহ সামগ্রিকভাবে জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১১৫ কোটি ৩৪ লাখ ১৯ হাজার ৭০০ টাকা।

bdnewseu/5June/ZI/Zalokati


আরো বিভন্ন ধরণের নিউজ