বিদায় খেলা
শেখ মোঃ সুরুজ আলী সূর্য
জীবন ডালে মৃত্যুর খেলা আঁকছে তার গায়,
প্রাণীর মাঝে মরণ খেলা নিত্য আসে তায়।
নিত্য খেলে দেশে-দেশে বহু গান সে গায়,
নতুন জীবন আনে তবে পুরান করে বিদায়।
নতুন ছবি ঝুলিয়ে দিল,নতুন আশা জ্বেলে,
কর্মকান্ড রঙিন করে হাসছে তবে ছলে।
আবার চলে,আবার থামে দিনের পর দিন,
জীবন-মরণ আপন খেলা চলে বিরামহীন।
থামবে নাকি এই খেলা?টানবে নাকি দ্বার,
জীবন-মরণ এই খেলা বুঝিনা যে কার।
এই যে খেলা,কত বেলা চলবে তবে আর,
যাচ্ছে ডুবে জীবন আলো, পৃথিবী যার-যার।
বিডিনিউজ ইউরোপ /১১ ডিসেম্বর / জই