• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভোলায় তিন উপজেলার নবনির্বাচিত তিন চেয়ারম্যান

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

ভোলায় তিন উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান।ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোলা জেলার সাত উপজেলার মধ্যে তিন উপজেলা পরিষদের নির্বাচন ২১ মে (মঙ্গলবার) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ভোলা সদর উপজেলায় মোঃ ইউনুছ, বোরহানউদ্দিন উপজেলার মোঃ জাফরুল্লাহ এবং দৌলতখান উপজেলায় মোঃ মঞ্জুর আলম খান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তবে ভোলা সদর উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ (মোটরসাইকেল প্রতীক) ৭১ হাজার ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন (আনারস প্রতীক) ৩৯ হাজার ৯৮৬ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ (উড়োজাহাজ প্রতীক) ৫৩ হাজার ৯৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম (চশমা প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ৫৫৩ ভোট।

মহিলা ভাইরাস চেয়ারম্যান পদে সালেহা আক্তার (হাঁস প্রতীক) ৩২ হাজার ৬৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহা আক্তার নিশা (বৈদ্যুতিক পাখা প্রতীক) ২৪ হাজার ৮০৫ ভোট পেয়েছেন। অপর দিকে, বোরহানউদ্দিন উপজেলায় বেসরকারিভাবে আনারস প্রতীকে মোঃ জাফর উল্লাহ ২৯ হাজার ৭১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধী (দোয়াত কলম) প্রতীকের মোঃ আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ১৭ ভোট। এ ছাড়া ও ভাইস চেয়ারম্যান পদে মোঃ আলী হিরা (তালা প্রতীক) ২৭ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসিব চৌধুরী বাঁধন (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ১৬ হাজার ২৩২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকতারুন নেছা (কলস প্রতীক) ৩৭ হাজার ৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজা ইয়াসমিন (প্রজাপতি প্রতীক) পেয়েছেন ১৫ হাজার ৪১৬ ভোট

এ দিকে দৌলতখান উপজেলায় মঞ্জুর আলম খান (কাপ পিরিচ প্রতীক) ১৪ হাজার ১৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইয়াসিন লিটন (মোটরসাইকেল প্রতীক) ১২ হাজার ৩২১ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে (চশমা প্রতীক) আনোয়ারুল ইসলাম ১৯ হাজার ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম (টিউবওয়েল প্রতীক) ১২ হাজার ২১৬ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস প্রতীক) নিয়ে কহিনুর বেগম ২১ হাজার ১০৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটতম প্রার্থী (সেলাইমেশিন প্রতীক) ফাতেমা বেগম ১৩ হাজার ৫৫৯ ভোট। নির্বাচন অফিস সূত্রে এ সব তথ্য যানা গেছে।
bdnewseu/22May/ZI/bhola


আরো বিভন্ন ধরণের নিউজ