• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় কনস্যুলার সেবা প্রদানের উদ্যোগ হাইকমিশনের

শেখ আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

মালয়েশিয়ায় বিশেষ ব্যবস্থাপনায় কনস্যুলার সেবা প্রদানের উদ্যোগে হাইকমিশনের। মালয়েশিয়ায় চলতি মাসে ৪ দিন বিশেষ ব্যবস্থাপনায় এমআরপি পাসপোর্ট বিতরণ ও ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণে কনস্যুলার সেবা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলা দেশ হাইকমিশন। পেনাং ও জহুরবারুতে বস বাসরত প্রবাসী বাংলাদেশিদের সেবাদানের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে মিশনের পাসপোর্ট বিভাগ।এই পাস পোর্ট বিতরণের সেবাটি নিতে অনলাইন অ্যাপয়ে ন্টমেন্ট নেওয়া বাধ্যতামূলক এবং অ্যাপয়েন্ট মেন্টের ভিত্তিতে পাসপোর্ট নেওয়ার তারিখ, সময় ও স্থান উল্লেখ করে আজ বৃহস্পতিবার হাই কমিশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পাসপোর্ট ও ভিসা উইংয়ের প্রথম সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৮, ১৯ মে (শনিবার ও রোববার) এই দুইদিন পেনাং এর জর্জ টাউনের বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস থেকে এবং ২৫, ২৬ মে (শনিবার ও রোববার) জহুরবারু অগ্রণী রেমিটেন্স হাউজে স্থানীয় সময় সকাল ৯টা থেকে বিকেল ৪ টার মধ্যে সরাসরি পাসপোর্ট বিতরণ করা হবে।

এক্ষেত্রে ১৮ ও ১৯ তারিখে সরাসরি পাসপোর্ট পেতে, ১৫ মে’র মধ্যে এবং ২৫ ও ২৬ মে’র তারিখে পাসপোর্ট পেতে ২২ মে’র মধ্যে পাসপোর্ট নির্ধারিত স্থান থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

নির্ধারিত স্থান থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য https://appointment.bdhckl.gov.bd/other এই ঠিকানায় গিয়ে অনলাইনে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করতে হবে। একইসঙ্গে পাসপোর্ট সংগ্রহের জন্য ডাকযোগ সেবাটি চালু থাকবে। তবে একইসঙ্গে দুই ধরনের সার্ভিসে অ্যাপয়েনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধ করা হয়েছে।

এদিকে, কনস্যুলার টিমের অস্থায়ী কার্যালয়ে উল্লেখিত সময়, স্থান ও তারিখে ই-পাসপোর্ট-এর জন্য আবেদনপত্র দাখিল করা যাবে। ই-পাসপোর্ট আবেদনপত্র দাখিল করার জন্য ‘এক্সপার্ট সার্ভিসেস এসডিএন বিএইচডি’ (ইএস কেএল) এর কল সেন্টারের হেল্প লাইন নম্বর ০৩-৯২১ ২০২৬৭ এ কল করে এপয়েন্টমেন্ট গ্রহণ করা বাধ্য তামূলক। এপয়েন্টমেন্ট গ্রহণের ভিত্তিতে ই-পাসপোর্ট আবেদনপত্র গ্রহণ, আবেদপত্র জমা প্রক্রিয়া সম্পন্নকরণ করা হবে। ই-পাসপোর্ট-এর আবেদনপত্র দাখিলের সাথে সংশ্লিষ্ট পরিচ্ছন্ন কাগজপত্র উপস্থাপন করতে হবে।

এছাড়া প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট ডেলিভারির জন্য বিদ্যমান পোস্ট অফিসের সার্ভিসটিও একই সাথে চালু থাকবে।

bdnewseu/22May/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ