• মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইতালির ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশী বড় ধাক্কা খেল ভোলার তুলাতুলি পার্কে বিনোদনের নামে প্রকাশ্যে চলছে অশ্লিলতা ভোলায় সাংবাদিক নাহিদের উপর হামলা কারীদের গ্রেফতারের জন্য মানববন্ধন ভোলার আ’লীগের সাধারণ সম্পাদক ও সহধর্মিণীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রতিবেশী দেশ সমূহের সাথে সম্পর্কোন্নয়নে ভারতের নতুন করে উদ্যোগ সাবেক সংসদ সদস্য সুমন গ্রেফতার উনাকে পল্লবী থানায় রেখেছেন ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হেলাল, সম্পাদক সুমন, উপদেষ্টা মাহবুবুর রহমান নির্বাচিত নিরাপত্তার স্বার্থে সাকিব কে দেশে না ফেরার পরামর্শ: ক্রিড়া উপদেষ্টা আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না অস্ট্রিয়া তিন দলীয় কোয়ালিশন সরকারের পথে এগোচ্ছে
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

ফরিদপুর পৌরসভা নির্বাচনে অমিতাভ বোস মেয়র নির্বাচিত

ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি ফকির নয়ন
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

ফরিদপুর পৌরসভা নির্বাচনে
অমিতাভ বোস মেয়র নির্বাচিত

ফরিদপুর পৌরসভা নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত অমিতাভ বোস নির্বাচিত হন। তিনি পান ৫৬৮৯২ ভোট।তিনি প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী বিএনপির মনোনীত চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ পান ২৭৩৩০ ভোট। ফলে তিনি নায়াব ইউসুফ আহমেদ কে ২৯৫৬২ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন।

নির্বাচনে অপর দুই প্রার্থী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাফেজ আব্দুস সালাম ৬১৬৬ ও স্বতন্ত্র প্রার্থী শেখ মাহাতাব আলী মেথু ৮৯৬ ভোট পান। এদিকে সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয় । মোট ৬৭ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। নির্বাচনে ভোট প্রদানের শতকরা হার ৬১’৭২ শতাংশ ।
রাতে শহরের কবি জসীমউদ্দীন হলে ভোটের ফলাফল গ্রহণ ও পরিবেশন করা হয়। এতে শুধুমাত্র মেয়র প্রার্থীদের ভোট ঘোষনা করা হয়। কাউন্সিলরদের বেসরকারি ফলাফল শুক্রবার জানানো হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এতে ফলাফল ঘোষণা করেন উপসচিব নির্বাচন কমিশন সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তা পৌরসভার সাধারণ নির্বাচন এর মোঃ শাহিদুন নবী, এ সময় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার হাবিবুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার নুরুল আমিন, সহকারি রিটানিং অফিসার জিয়াউর রহমান, সহকারি রিটার্নিং অফিসার মিজানুর রহমান, সহকারি রিটার্নিং অফিসার জাহিদুল ইসলাম, ও অলিউল ইসলাম।
এসময় জেলার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং বিজেবির সদস্যদের উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ