• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স (ইউরোপ) গ্রিস
আপডেট : সোমবার, ২০ মে, ২০২৪

ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ বিয়ের তারিখ ঘোষণা করেন।গ্রিসের বিরোধী দল সিরিজার প্রধান নেতার প্রথম আনুষ্ঠানিক সমকামী বিয়ের তারিখ ঘোষণা।প্রধান বিরোধী SYRIZA নেতা স্টেফানোস ক্যাসেলাকিস এবং তার স্বামী, টাইলার ম্যাকবেথ, ঘোষণা করেছেন যে তাদের গ্রিক বিবাহ আগস্টের শেষে ক্রেটে অনুষ্ঠিত হবে।“T&S ওয়েডিং … এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য আমাদের প্রিয় জায়গাগুলির একটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাতে আমরা খুবই উত্তেজিত ও আনন্দিত…. XOXO Tyler & Stefanos,” গ্রিক মিডিয়াতে প্রচারিত আমন্ত্রণটি পড়ে শোনান এবং অনুষ্ঠানের একটি চিত্র তুলে ধরেন ৷

আমন্ত্রণপত্রে বলা হয়েছে যে অনুষ্ঠানটি চার দিন চলবে, ২৮-৩১ আগস্ট পর্যন্ত,গ্রিসের অন্যতম দ্বীপ ক্রিতি হানিয়াতে এই সমকামী দম্পতির বিয়ে সম্পন্ন হবে।আগেই জানা গিয়েছিল যে বিয়ে হবে কাসেলাকিসের পৈতৃক গ্রাম স্কিনসে।

ফেব্রুয়ারিতে, গ্রিস প্রথম খ্রিস্টান অর্থোডক্স সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে সমকামী বিয়েকে আনুষ্ঠানিক বৈধতা দেয় ফলে এই দম্পতি গ্রিসে নিজেদের সমকামী বিয়ে টির আনুষ্ঠানিক স্বীকৃতির পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য যে ক্যাসেলাকিস এবং ম্যাকবেথ ইতিমধ্যে বিবাহিত। ২০২৩ সালের অক্টোবরে, গ্রিসের প্রধান বিরোধী দল সিরিজার প্রধান নেতা হিসাবে দলে আলেক্সিস সিপ্রার স্থলাভিষিক্ত হওয়ার পর তার নির্বাচনের এক মাস পরে, নিউইয়র্কের ব্রুকলিন সিটি হলে অনুষ্ঠিত একটি সমকমী অনুষ্ঠানে তাদের বিয়ে হয়েছিল তখনো গ্রিস সমকামী বিয়ের আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি দেয়নি।
bdnewseu/20May/ZI/Greece


আরো বিভন্ন ধরণের নিউজ