ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে ছাত্র-জনতার বিক্ষোভ।ফিলিস্তানে গণহত্যা বন্ধের দাবিতে রংপুর প্রেসক্লাবের সামনে ছাত্র- জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২০ মে (সোমবার) বেলা ১১ টায় বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এবং সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বজ্রকন্ঠে বলেন, ফিলিস্তিনে যে ভয়াবহ গণহত্যা চলছে। তা কোনভাবেই মেনে নেয়া যায়না। হাজার হাজার সাধারণ মানুষকে ইজরায়েলি সন্ত্রাসীরা হত্যা করছে।এর মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি গুলোর শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বক্তারা আরো বলেন, কালে কালে, যুগে যুগে তরুণরাই ন্যায্যতার পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়ে লড়াইয়ের নেতৃত্ব দিয়েছেন আর তারই প্রতিফলন দেখা যাচ্ছে গ্রেফতার, হামলা মোকাবেলা করে, স্টুডেন্টশিপ বাতিল, ফান্ডিং বাতিলের হুমকি উপেক্ষা করে ফিলিস্তিনে গণহত্যার মদদদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও কলম্বিয়া, এমআইটি, হার্ভার্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী আন্দোলন চালিয়ে যাচ্ছেন! শতশত শিক্ষকরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে উপস্থিত আছেন। ইজরায়েলের সাথে সকল ধরণের সম্পর্ক ছিন্নের ঘোষণাও তাঁরা দিচ্ছেন।
সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীসহ সারা দুনিয়ায় যারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছেন তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আন্দোলন করে যাচ্ছেন। বক্তারা, সাধ্যমতো সবাইকে ফিলিস্তিনের জনগণের কাছে মানবিক সহযোগিতা পাঠানোর আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা শাখার সম্পাদক আল তানজিল এর সঞ্চালনায় রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা শাখার আহবায়ক এ কে কাজল রায় অন্তর সভাপতিত্ব করেন। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন রংপুর সরকারি পলিটেকনিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষার্থী সুমাইয়া শিমু, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বাংলাদেশ ছাত্র ফেডারেশন বেরোবি’র সংগঠক শাহরিয়ার সোহাগ, রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা শাখার সংগঠক কনক রহমান, সাবেক ছাত্র ফেডারেশন নেতা আল মেহেদী, শ্রমিক নেতা জোবাইদুল ইসলাম জাবেদ, শ্রমিক নেতা এডভোকেট পলাশ কান্তি নাগ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ফাতেমা রহমান বীথি।
গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার সদস্য সচিব মোফাখখারুল মুন, জাতীয় শ্রমিক ফোরাম রংপুর জেলার সংগঠক রেদওয়ান ফেরদৌস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রংপুর জেলা শাখার সংগঠক মশিউর রহমান সৈকত, সাবেক ছাত্রনেতা গণসংহতি আন্দোলন এর জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান, জেএসডি রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এ বি এম মশিউর রহমান, রাষ্ট্র সংস্কার আন্দোলন রংপুর জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক চিনু কবীর, গণসংহতি আন্দোলন রংপুর জেলা শাখার আহ্বায়ক তৌহিদুর রহমান ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শ্রমজীবী সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ্য সমাবেশ শেষে প্রেসক্লাব এলাকা থেকে র্যালি বের করেন আয়োজকেরা।
bdnewseu/20May/ZI/Rangpur