• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

বায়ার লেভারকুসেন জার্মানির অপরাজিত লীগ চ্যাম্পিয়ন

Kabir Ahmed International Sports desk
আপডেট : রবিবার, ১৯ মে, ২০২৪

বায়ার লেভারকুসেন জার্মানির অপরাজিত লীগ চ্যাম্পিয়ন।লীগের ৩৪ খেলায় ২৮টি খেলায় জয়,৬টি ড্র করে তারা। কোন খেলায় পরাজিত হয় নি।শনিবার (১৮ মে) লীগের শেষ খেলায় নিজ মাঠেBayer 04 Leverkusen ২-১ গোলে Augsburg কে পরাজিত করে অপরাজিত লীগ শিরোপা নিশ্চিত করে।Bayer Leverkusen কে এবছর জার্মানির লীগে একটি যাদুকরী দল হিসাবে মনে করা হয়েছিল, তা শনিবার বিকেল থেকে বাস্তবে পরিণত হয়েছে।বায়ার লেভারকুসেন হলেন প্রথম জার্মানির চ্যাম্পিয়ন যিনি পুরো মৌসুমে অপরাজিত ছিল।

৩৪টি খেলায়, ২৮টি জয়, ৬টি ড্র, শূন্য পরাজয় – এভাবেই শনিবার থেকে বায়ার লেভারকুসেনের জন্য চ্যাম্পিয়নশিপ মৌসুমের চূড়ান্ত জয়লাভ হয়। তারা ইতিমধ্যেই কয়েক সপ্তাহ পূর্ব থেকেই চ্যাম্পিয়ন হিসাবে নিশ্চিত হয়েছে এবং এখন কোচ জাবি আলোনসোর দলও তাদের স্বপ্নের রেকর্ডটি সুরক্ষিত করেছে।

লীগ মৌসুমের শেষে ঘরের মাঠে অগসবার্গের বিপক্ষে ২-১ ব্যবধান ছিল। বনিফেস (১২তম মিনিটে) এবং আন্দির্চ (২৭তম) হোম টিমকে প্রথম দিকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন – এমন একটি দিনে যেটি যেভাবেই হোক জার্মানির চ্যাম্পিয়ন প্লেট হস্তান্তর করা ছিল। তবে ৬২তম মিনিটে অগসবার্গের কোরমুর এক গোল করলেও,তাদের সেই উচ্ছ্বাস আর কমেনি।

bdnewseu/19May/ZI/German

 


আরো বিভন্ন ধরণের নিউজ