• শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিরিয়ার দীর্ঘ ৫৪ বছরের পতন আসাদের পলায়ন ভোলার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার” সনদপত্র অর্জন ভিয়েনা বিশ্বের মানুষের বাসযোগ্য শ্রেষ্ঠ শহর থেকে একধাপ সরে এলো মারাত্মক বন্যার কবলে মালয়েশিয়া মধ্যপ্রাচ্যে অস্ট্রিয়ার মানবিক সহায়তা সাড়ে সাত মিলিয়ন ইউরো জার্মানির অভিবাসন নীতি বদলে ফেলার বিপক্ষে চ্যান্সেলর ওলাফ শলৎস অভ্যুত্থান পরবর্তী লুটপাট বন্ধ হওয়ায় ভারত বাংলাদেশে আগ্রাসন চালাতে চায়:রিজভী ভোলার বীর সন্তান শহীদ শাকিল কে স্মরণীয় রাখতে ডিসি কে স্মারকলিপি প্রদান দেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে চাই:জামায়াত ঝালকাঠি তে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

ভারত তাদের দেশ এবং গ্রিসের ক্রিতি দ্বীপ তাদের বাড়ি

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

ভারত তাদের দেশ, এবং গ্রিসের ক্রিতি দ্বীপ তাদের বাড়ি।কামানজিৎ সিং ১২ বছর আগে কাজ করতে ভারত থেকে গ্রিসের ক্রিতি দ্বীপে এসেছিলেন। তিনি আজও ঐ দ্বীপে রয়েছেন এবং ভারতীয় সম্প্রদায়ের প্রায় ১০০০ মত ভারতীয় নাগরিক ক্রিতি দ্বীপে বসবাস করে আসছে। তাদের মধ্যে একজন হলেন কামানজিৎ সিং ।এই ভারতীয় বিশাল জনগোষ্ঠী রেথিমনো অঞ্চলের দুটি সম্প্রদায়ের মধ্যে বসবাস করে প্রতিষ্ঠিত হয়েছে। হামালেভ্রি এবং স্ট্যাভ্রোমেনোস সম্প্রদায়ে ছয়শ এবং রেথিমনোতে ৪০০জন ভারতীয় বাস করে আসছে।

“তারা এখানে এসেছে [উত্তর-পশ্চিম ভারতের পাঞ্জাব থেকে] কারণ একযুগ আগে ক্রেটা ফার্ম কর্তৃপক্ষের কর্মচারীদের প্রয়োজন ছিল বলে সেই কারণে গ্রিক সরকারের অনুমতি তে ভিসা নিয়ে এসে এখনো সেই খামারেই কাজ করে যাচ্ছে।খোঁজ নিয়ে জানা গেছে দীর্ঘদিন বসবাস করতে গিয়ে ঐ ভারতীয় নাগরিকেরা ক্রিতি দ্বীপ কে প্রচন্ড ভালোবাসে ফেলে সেই দ্বীপেই তাদের সব কিছু। ক্রিতিতে প্রচুর আবাদি জমি রয়েছে বলে জানান ভারতীয় নাগরিক। ক্রিতির নাগরিক বলেন “আমরা শুরু থেকেই তাদের গ্রহন করে নিয়েছি তারা সেই মূল্যায়ন ধরে রেখেছে আমরা সম্মান করেছি,” সম্প্রদায়ের নেতা দিমিত্রিস সেরলিস বলেছেন।

পুরুষরা ১৯৯০-এর দশকে কাজ করতে আসেন, বেশিরভাগই ক্রেটা ফার্ম কারখানায়। বেশিরভাগ মহিলা, কিছু তাদের সন্তানদের নিয়ে ২০০২ সালে তাদের সাথে যোগ দিতে এসেছিলেন। বলা হচ্ছে, স্ট্যাভ্রোমেনোস প্রাথমিক বিদ্যালয়ে, ১৮০ জন ছাত্রের মধ্যে ৩০ জন ভারতীয় সম্প্রদায়ের। আরও কি, ২৫ মার্চের জাতীয় কুচকাওয়াজে অংশ নেওয়া বিশিষ্ট ছাত্রদের মধ্যে একজন ছিলেন বুবিন্দর সিং, যিনি তার পড়াশোনায় দক্ষতা অর্জন করেছিলেন বলে গ্রিসের মর্যাদা কর অবস্থান প্যারডের ফ্ল্যাগ নিয়ে মার্চ পাস করেছে বলেন নিকোস কোক্কালিয়াস। সূত্র-কাতিমিরিনা
bdnewseu/18May/ZI/Crete Island


আরো বিভন্ন ধরণের নিউজ