• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ধারাভাষ্যে সাকিব কে নিয়ে তামিমের যত কথা ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় শাহবাগ থানায় হত্যা মামলা; পাঁচ শিক্ষার্থী গ্রেফতার বাংলাদেশ সেনাবাহিনীকে দুই মাসের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যৌথ-বাহিনীর অভিযানে কল্লাকাটা মিজান’সহ ৭ সন্ত্রাসী আটক পূর্ব শত্রুতার জের ধরে দু’জনকে কুপিয়ে জখম, দুই পক্ষের ৪ জন হাসপাতালে ভর্তি অস্ট্রিয়ায় বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫ অস্ট্রিয়াসহ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ প্রচণ্ড বৈরী আবহাওয়ার কবলে বঙ্গবন্ধু স্যাটেলাইটে বছরে লোকসান ৬৬ কোটি টাকা দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন প্রতি‌নি‌ধিদলের সাথে আলোচনা গ্রিসের শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যালয় চলাকালীন সময়ে মোবাইল ফোন ব্যবহার বন্ধ ঘোষণা
বিজ্ঞপ্তি
প্রিয় পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম এই সাইটি নতুন ভাবে করা হয়েছে। তাই ১৫ই অক্টোবর ২০২০ সাল এর আগের নিউজ গুলো দেখতে ভিজিট করুন : old.bdnewseu24.com

একনজরে ধনবাড়ী পৌরসভা ও নির্বাচন ১৬ জানুয়ারি

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ি
আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

একনজরে ধনবাড়ী পৌর সভা ,ধনবাড়ী পৌর সভার নির্বাচন ১৬ জানুয়ারি,

পৌরসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোট গ্রহণ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ দফায় মোট ৬১টি পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। এ উপলক্ষ্যে আজ (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বুধবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তাদের মধ্য টাংগাইলের ধনবাড়ী পৌর সভার নির্বাচন ১৬ জানুয়ারি,ভোট হবে ইভিএম এ বলে জানাযায়।

ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। টাংগাইলের ধনবাড়ী পৌর সভার নির্বাচন আওয়ামিলীগের ৫ জন ও্ বিএনপি হতে ২জন প্রার্থী মনোনয়ন পাও্য়ার আশায় দলের হাই কমান্ডদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন এবং পৌর ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে যাচ্ছে। ধনবাড়ী পৌর সভার ভোটার সংখ্যা :২২,৭৫২ জন পুরুষ-১১,০৯১ জন মহিলা-১১,৬৬১ জন ।

একনজরে ধনবাড়ী পৌর সভা, পৌরসভা প্রতিষ্ঠার তারিখ : ১২ আগষ্ট”১৯৯৬ খ্রি:,, পৌরসভার আয়তন : ২৪.৮৯ ব: কি: মি:,,পৌরসভার শ্রেনী: “খ”পৌরসভার ওয়ার্ড সংখ্যা :০৯ টি মৌজা :১১ টি,।
গ্রাম/মহল্লা:৩৫ টি ,পৌরসভার লোকসংখ্যা :৩০,১৮৩(আদম শুমারী ২০১১ অনুযায়ী)পুরুষ-১৭,৭৪৬ জন মহিলা-১৫,৩৫৮ জন)ভোটার সংখ্যা :২২,৭৫২ জন পুরুষ-১১,০৯১ জন মহিলা-১১,৬৬১ জন (০৯)পৌরসভার হোল্ডিং সংখ্যা : সর্বমোট-৭০৭৩ (ক) আবাসিক-৬২৫ (খ)বানিজ্যিক-৭০২ (গ)শিল্প- ১৪ (ঘ)অনান্য-৮৫, ১ তলা বিশিষ্ঠ পাকা ভবন-১৭১টি।

বহুতল পাকা ভবন-৬৯ টি,সেমি পাকা-৭৭৯.অনান্য-৬০৫৪ টি, থানা/পরিবার সংখ্যা : ৯,১৩৪,জনসংখ্যার ঘনত্ব:১,৪৪৭, সেক্য রেশিও :৯৮,খানার সাইজ :৩.৯৪টি,হাসপাতাল :০২ টি, ক্লিনিক/ডায়গনষ্ঠিক সেন্টার :০৬ টিম, মসজিদ :৭১ টি,মন্দির:০৬ টি,সরকারী প্রাথমিক বিদ্যালয় :০৭ টি, রেজি:প্রাথমিক বিদ্যালয় সংখ্যা :০২ টি
মাদ্রাসা(আলিম) :০১ টি, উচ্চ বিদ্যালয় :০৪ টি, কলেজ :০২ টি, কিন্ডার গার্ডেন :২০ টি, এতিম খানা :০৩ টি,পৌর কবর স্থান: :০১ টি, পৌর শ্বশান ঘাট :০১ টি,ডাকঘর:০২ টি,।

সিনেমা হল :বত,মানে নাই, হাট-বাজার :০২ টি,যানবাহন:গার্ভেজ ট্রাক-১ টি, রোড রোলার -১টি,মটর সাইকেল-১টি,যোগাযোগ ব্যাবস্থা : (ক)পাকা রাস্তা-সড়ক ও জনপথ বিভাগ ৪.৫ কি:মি:, এলজিইডি ৮.৫ কি:মি: পৌরসভার নিজস্ব ৩৬.০ কি:মি: (খ) আধা পাকা রাস্থা -০৩ কি:মি: (গ)কাচা রাস্থা-৬২ কি:মি: (ঘ)পাকা ড্রেন-৩ কি:মি (ঙ)কাচা ড্রেন- ১২কি:মি (৩২)ব্যাংক: ০৪ টি (৩৩) অটো রাইস মিল : ১৪ টি (৩৪)জলমহল: ০২টি (৩৫)শিক্ষার হার : ৭০ (৩৬)ইট ভাটা : ০৫ টি (৩৭)দর্শনীয় স্থান : ০১ টি(ধনবাড়ী নওয়াব বাড়ী) (৩৮)জেলা কোড : ৯৩টি (৩৯) উপজেলা কোড: ২৫ টি, (৪০)পৌরসভা কোড : ২৫টি (৪১) পোষ্ট কোড ১৯৯৭টি ।

নিবাচর্ন গনিয়ে আশলেও তফসিল ঘোষনার পর হতে কোন প্রার্থীর কোন প্রকার বড় ধরনের শোডাউন করতে দেখা যায়নি। প্রার্থীরা নিবাচনী বিষয়টি প্রতিদিন বিভিন্ন গ্রামে মহালায় ইসলামী ধর্ম সভার মাধ্যমে ও এলাকা বিত্তিক মিটিং করে ভোটারদের নিকট নিজেদের যোগ্যতা তুলে ধরে নানা প্রতিচুত্তি দিয়ে যাচ্ছে। :২২,৭৫২ জন পুরুষ-১১,০৯১ জন মহিলা-১১,৬৬১ জন ।
একনজরে ধনবাড়ী পৌর সভা, পৌরসভা প্রতিষ্ঠার তারিখ : ১২ আগষ্ট”১৯৯৬ খ্রি:,, পৌরসভার আয়তন : ২৪.৮৯ ব: কি: মি:,,পৌরসভার শ্রেনী: “খ”পৌরসভার ওয়ার্ড সংখ্যা :০৯ টি মৌজা :১১ টি,

গ্রাম/মহল্লা:৩৫ টি ,পৌরসভার লোকসংখ্যা :৩০,১৮৩(আদম শুমারী ২০১১ অনুযায়ী)পুরুষ-১৭,৭৪৬ জন মহিলা-১৫,৩৫৮ জন)ভোটার সংখ্যা :২২,৭৫২ জন পুরুষ-১১,০৯১ জন মহিলা-১১,৬৬১ জন (০৯)পৌরসভার হোল্ডিং সংখ্যা : সর্বমোট-৭০৭৩ (ক) আবাসিক-৬২৫ (খ)বানিজ্যিক-৭০২ (গ)শিল্প- ১৪ (ঘ)অনান্য-৮৫, ১ তলা বিশিষ্ঠ পাকা ভবন-১৭১টি।

বহুতল পাকা ভবন-৬৯ টি,সেমি পাকা-৭৭৯.অনান্য-৬০৫৪ টি, থানা/পরিবার সংখ্যা : ৯,১৩৪,জনসংখ্যার ঘনত্ব:১,৪৪৭, সেক্য রেশিও :৯৮,খানার সাইজ :৩.৯৪টি,হাসপাতাল :০২ টি, ক্লিনিক/ডায়গনষ্ঠিক সেন্টার :০৬ টিম, মসজিদ :৭১ টি,মন্দির:০৬ টি,সরকারী প্রাথমিক বিদ্যালয় :০৭ টি, রেজি:প্রাথমিক বিদ্যালয় সংখ্যা :০২ টি
মাদ্রাসা(আলিম) :০১ টি, উচ্চ বিদ্যালয় :০৪ টি, কলেজ :০২ টি, কিন্ডার গার্ডেন :২০ টি, এতিম খানা :০৩ টি,পৌর কবর স্থান: :০১ টি, পৌর শ্বশান ঘাট :০১ টি,ডাকঘর:০২ টি,।

সিনেমা হল :বত,মানে নাই, হাট-বাজার :০২ টি,যানবাহন:গার্ভেজ ট্রাক-১ টি, রোড রোলার -১টি,মটর সাইকেল-১টি,যোগাযোগ ব্যাবস্থা : (ক)পাকা রাস্তা-সড়ক ও জনপথ বিভাগ ৪.৫ কি:মি:, এলজিইডি ৮.৫ কি:মি: পৌরসভার নিজস্ব ৩৬.০ কি:মি: (খ) আধা পাকা রাস্থা -০৩ কি:মি: (গ)কাচা রাস্থা-৬২ কি:মি: (ঘ)পাকা ড্রেন-৩ কি:মি (ঙ)কাচা ড্রেন- ১২কি:মি (৩২)ব্যাংক: ০৪ টি (৩৩) অটো রাইস মিল : ১৪ টি (৩৪)জলমহল: ০২টি (৩৫)শিক্ষার হার : ৭০ (৩৬)ইট ভাটা : ০৫ টি (৩৭)দর্শনীয় স্থান : ০১ টি(ধনবাড়ী নওয়াব বাড়ী) (৩৮)জেলা কোড : ৯৩টি (৩৯) উপজেলা কোড: ২৫ টি, (৪০)পৌরসভা কোড : ২৫টি (৪১) পোষ্ট কোড ১৯৯৭টি ।

নিবাচর্ন গনিয়ে আশলেও তফসিল ঘোষনার পর হতে কোন প্রার্থীর কোন প্রকার বড় ধরনের শোডাউন করতে দেখা যায়নি। প্রার্থীরা নিবাচনী বিষয়টি প্রতিদিন বিভিন্ন গ্রামে মহালায় ইসলামী ধর্ম সভার মাধ্যমে ও এলাকা বিত্তিক মিটিং করে ভোটারদের নিকট নিজেদের যোগ্যতা তুলে ধরে নানা প্রতিশ্রতি দিয়ে যাচ্ছে।
বিডিনিউজ ইউরোপ /১০ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ